TRENDING:

কেন্দ্রীয় হারেই রাজ্যে দিতে হবে DA, মহার্ঘ ভাতা মামলায় নির্দেশ স্যাটের

Last Updated:

ডিএ মামলায় রাজ্যের হার স্যাটে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কেন্দ্রীয় হারেই ডিএ দিতে হবে রাজ্যকে ৷  ডিএ মামলায় রাজ্যের হার স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে ৷ ষষ্ঠ কমিশন বা একবছরের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া ৷ এই নির্দেশ SAT-এর ৷ একইসঙ্গে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার জন্য যে আইন আনা দরকার তার দায়িত্ব রাজ্যের উপরেই ছাড়ল স্যাট ৷ স্বভাবতই এই রায়ে উচ্ছ্বসিত রাজ্য সরকারি কর্মচারীরা ৷
advertisement

এদিনের রায়ে SAT জানায়, কীভাবে ডিএ দেবে তার আইন করা রাজ্যের দায়িত্ব ৷ নগদ অথবা পিএফ-এর মাধ্যমে বকেয়া ডিএ দেওয়া যেতে পারে ৷ কনজিউমার প্রাইস ইনডেক্স অর্থাৎ সর্বভারতীয় ক্রেতা মূল্য সূচক মেনে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার নির্দেশ দেন বিচারপতি রনজিৎ কুমার বাগ ৷ এই রায় চ্যালেঞ্জ করতে পারে রাজ্য ৷

advertisement

আইনি যুক্তি, পাল্টা যুক্তির লড়াই শেষে ডিএ মামলায় জয় রাজ্য সরকারি কর্মচারীদেরই ৷ গত বছর ৩১ অগাস্ট সরকারি কর্মীদের মহার্ঘভাতা আইনসিদ্ধ অধিকার এই দাবিতে সিলমোহর দেয় কলকাতা হাইকোর্ট ৷ একইসঙ্গে আদালতের রায়ে ফের মামলা ফেরে স্যাটে ৷ এর আগে ২০১৭ সালে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (স্যাট)-এ মহার্ঘভাতা নিয়ে মামলার শুনানির সময় রাজ্য সরকার জানিয়েছিল ডিএ সরকারি কর্মীদের অধিকার নয়। মহার্ঘ ভাতা দেওয়া না দেওয়া সরকারের ইচ্ছের অধীন ৷ সরকারের এই দাবিতে সিলমোহর দিয়েছিল স্যাটও ৷ এদিন সেই রায়ের থেকে ৩৬০ ডিগ্রি ঘুরে স্যাটের নয়া রায় কেন্দ্রের হারেই মহার্ঘ ভাতা দিতে হবে সরকারি কর্মচারীদের ৷

advertisement

নতুন করে রায় পর্যলোচনা করার জন্য দুটি বিষয় স্যাটের কাছে ফেরত পাঠায় হাইকোর্ট ৷

১) কেন্দ্র ও রাজ্য সরকারি কমর্চারীরা সমান হারে ডিএ পাবেন কিনা?

২) দিল্লি ও চেন্নাইয়ে কর্মরত রাজ্যের কিছু সরকারি কর্মচারী, এ রাজ্যে কর্মরত সরকারি কর্মচারীদের থেকে বেশি হারে মহার্ঘ ভাতা পান ৷ ফলে একই পদে কাজ করা সত্ত্বেও তৈরি হচ্ছে বেতন বৈষম্য ৷ এক্ষেত্রে প্রশ্ন তাদের সমানহারে ডিএ কি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা?

advertisement

শুক্রবার দ্বিতীয় প্রশ্নের উত্তরে স্যাট স্পষ্টভাবে জানিয়েছে, একই রাজ্য সরকারের আওতায় বেতনভোগী সমস্ত কর্মচারীকে একইহারে ডিএ দিতে হবে ৷ এতে কোনও বেতন বৈষম্য রাখা চলবে না ৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

২০১৭ সাল থেকে বিচারাধীন ছিল রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা ৷ এর মাঝেই মামলা চলাকালীন নতুন হারে ডিএ ঘোষণা করে রাজ্য সরকার ৷ তবে সেই ডিএ ২০১৯ জানুয়ারি থেকে লাগু হলেও এখনও হাতে পাননি সরকারি কর্মচারীরা ৷ এখন রাজ‍্য সরকারি কর্মীরা ১০০ শতাংশ ডিএ পান আর কেন্দ্রীয় সরকারি কর্মীরা পান ১৪৭ শতাংশ। এখনও ফারাক ৪৭ শতাংশ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
কেন্দ্রীয় হারেই রাজ্যে দিতে হবে DA, মহার্ঘ ভাতা মামলায় নির্দেশ স্যাটের