সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে দায়ের করা মামলায় স্যাট মামলাকারীদের পক্ষেই গত ২৬ জুলাই রায় দেয় । রাজ্যে নতুন পে কমিশন চালু হওয়ার আগেই বকেয়া মহার্ঘ ভাতা কার্যকর করার নির্দেশ দেয় SAT ৷৬ মাসের মধ্যে বকেয়া ডিএ দেওয়ার নির্দেশের সঙ্গে সঙ্গে তার আগে তিন মাসের মধ্যে কী পদ্ধতিতে তা দেওয়া হবে তা জানাতে রাজ্যকে নির্দেশ দেয় স্যাট ৷ কিন্তু সময় কেটে গেলেও রাজ্যের তরফে সেই সম্পর্কে কোনও তথ্য দেওয়া হয়নি ৷ উপরন্তু মামলার রায় পুনর্বিবেচনার আর্জি জানালেও সেই নিয়ে কোনও আবেদন পৌঁছায়নি স্যাটের কাছে ৷ এই কারণেই আদালত অবমাননার অভিযোগে মামলা করে কংগ্রেস প্রভাবিত কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ৷ সেই মামলার শুনানিতেই এদিনের নির্দেশ ৷ লিখিতভাবে ৯ ডিসেম্বরের মধ্যে এর কারণ জানাতে স্যাটের নির্দেশ রাজ্যকে ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 05, 2019 5:48 PM IST