সমস্ত শিক্ষিকা এবং ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মত। শিক্ষিকারা বলেন, ‘‘মহিলা পুরোহিত, এই ধারণা এখন আর অতটা নতুন নয় ঠিকই, তবে আমাদেরই শিক্ষিকা পুজো করছেন এতে আমাদের ছাত্রীরা আরও একাত্ম বোধ করবে, এটা আমরা ভেবেছিলাম এবং বাস্তবেও তাই হয়েছে।আমরা মেয়েদের এই শিক্ষাই দিতে চাই- সংস্কৃতিকে ধরে রাখো কিন্তু যে সংস্কার পিছনে টানে তাকে ফেলে এগিয়ে চল।”
advertisement
আরও পড়ুন: খাবার খেতে খেতে জল খাওয়া উচিত কি না? ৯৯% মানুষই থাকেন দ্বিধায়! জানুন চিকিৎসক কী বলছেন
আরও পড়ুন: সরস্বতী পুজোতেই ৭ রাশি টাকার পাহাড়ে! হবে ধন-সম্পদের বৃষ্টি, সোনায় মুড়বে কপাল
তাই অর্পিতা বৈদ্যর সুচারু পুজোর মাধ্যমে ছাত্রীদের হাত ধরে বিদ্যালয় পা বাড়াল এক নতুন আঙিনায়। আরও একটা কথা না বললে এই প্রতিবেদন অসম্পূর্ণ থাকে । সরস্বতী পুজোয় হাতেখড়ির ঐতিহ্যকে ধরে রেখে আজ বিদ্যালয়ে হাতেখড়ি হল বিদ্যালয়ের এক শিক্ষিকার কন্যার। বালিকা বিদ্যালয়ে মহিলা পুরোহিতের কাছে এক কন্যার বিদ্যারম্ভ ৷ এই ঘটনায় সত্যিই এক অভিনব বার্তা রেখে গেল গড়ফা বালিকা বিদ্যালয়।