TRENDING:

Saraswati Puja 2024: শিক্ষিকার হাতেই হল স্কুলের সরস্বতী পুজো! সঙ্গে হাতে খড়িতেও ছিল দারুণ চমক

Last Updated:

Saraswati Puja 2024: সরস্বতী পুজো মানেই পুরোহিতদের ব্যস্ততা থাকে, অনেক সময় সঠিক সময় পাওয়া যায় না পূজারী। তাই এবার সেই রীতি থেকে  সরে এসে বিদ্যালয় কর্তৃপক্ষ পুজোর দায়ভার দিলেন ওই বিদ্যালয়ের সংস্কৃত শিক্ষিকাকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: আজ সরস্বতী পুজো। আর বেশির ভাগ বিদ্যালয়েই যে সরস্বতী পুজো হবে তার খুবই স্বাভাবিক। কিন্তু গড়ফা ধীরেন্দ্রনাথ মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এবারের পুজোয় একটু অন্যরকম ভাবনা। সরস্বতী পুজো মানেই পুরোহিতদের ব্যস্ততা থাকে চরমে ৷ অনেক সময় সঠিক সময় পাওয়া যায় না পুরোহিত। তাই এবার সেই রীতি থেকে সরে এসে বিদ্যালয় কর্তৃপক্ষ পুজোর দায়ভার দিলেন ওই বিদ্যালয়ের সংস্কৃত শিক্ষিকা অর্পিতা বৈদ্য মহাশয়াকে।
advertisement

সমস্ত শিক্ষিকা এবং ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মত। শিক্ষিকারা বলেন, ‘‘মহিলা পুরোহিত, এই ধারণা এখন আর অতটা নতুন নয় ঠিকই, তবে আমাদেরই শিক্ষিকা পুজো করছেন এতে আমাদের ছাত্রীরা আরও একাত্ম বোধ করবে, এটা আমরা ভেবেছিলাম এবং বাস্তবেও তাই হয়েছে।আমরা মেয়েদের এই শিক্ষাই দিতে চাই- সংস্কৃতিকে ধরে রাখো কিন্তু যে সংস্কার পিছনে টানে তাকে ফেলে এগিয়ে চল।”

advertisement

আরও পড়ুন: খাবার খেতে খেতে জল খাওয়া উচিত কি না? ৯৯% মানুষই থাকেন দ্বিধায়! জানুন চিকিৎসক কী বলছেন

আরও পড়ুন: সরস্বতী পুজোতেই ৭ রাশি টাকার পাহাড়ে! হবে ধন-সম্পদের বৃষ্টি, সোনায় মুড়বে কপাল

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
স্বাধীনতা আন্দোলনের গোপন ঘাঁটি ছিল এই কালীমন্দির! দেখে আসুন নিজের চোখেই
আরও দেখুন

তাই অর্পিতা বৈদ্যর সুচারু পুজোর মাধ্যমে ছাত্রীদের হাত ধরে বিদ্যালয় পা বাড়াল এক নতুন আঙিনায়। আরও একটা কথা না বললে এই প্রতিবেদন অসম্পূর্ণ থাকে । সরস্বতী পুজোয় হাতেখড়ির ঐতিহ্যকে ধরে রেখে আজ বিদ্যালয়ে হাতেখড়ি হল বিদ্যালয়ের এক শিক্ষিকার কন্যার। বালিকা বিদ্যালয়ে মহিলা পুরোহিতের কাছে এক কন্যার বিদ্যারম্ভ ৷ এই ঘটনায় সত্যিই এক অভিনব বার্তা রেখে গেল গড়ফা বালিকা বিদ্যালয়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Saraswati Puja 2024: শিক্ষিকার হাতেই হল স্কুলের সরস্বতী পুজো! সঙ্গে হাতে খড়িতেও ছিল দারুণ চমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল