TRENDING:

Saraswati Puja 2023: থাকবেন মমতা, ডাক শুভেন্দুকেও! রাজভবনে আজ হাতেখড়ি, বাংলা শিখবেন রাজ্যপাল

Last Updated:

Saraswati Puja 2023: এই দিনেই রাজ্যপাল সিভি আনন্দ বোস বাংলা ভাষায় হাতে খড়ি করবেন।যেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমন্ত্রণ জানানো হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বুধবার থেকেই কার্যত সেজে উঠল রাজভবন। নজিরবিহীনভাবে রাজভবনের চারিদিকে আলপনা দেওয়া হল।বুধবার রাতেই রাজভবনের কর্মীরাই এই আলপনা দিলেন। যা ঘিরে রাজভবনে এক নয়া ইতিহাস রচিত হলে বলেই মনে করছেন প্রশাসনিক মহলের একাংশ। অতীতে রাজভবনে এইভাবে আলপনা দেওয়ার নজির নেই যেখানে একই দিনে প্রজাতন্ত্র দিবস ও সরস্বতী পুজো দুই রয়েছে। আর এই দিনেই রাজ্যপাল সিভি আনন্দ বোস বাংলা ভাষায় হাতে খড়ি করবেন।যেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমন্ত্রণ জানানো হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও।
রাজভবনে আজ সরস্বতী পুজো
রাজভবনে আজ সরস্বতী পুজো
advertisement

পাশাপাশি সমাজের বিশিষ্ট ব্যক্তিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে এদিনের রাজভবনের অনুষ্ঠানে। প্রজাতন্ত্র দিবস এবং হাতে খড়ি দুই উৎসবেরই একইসঙ্গে প্রস্তুতি চলছে রাজভবনে। বৃহস্পতিবার বিকেলে রাজভবনে বসছে কার্যত চাঁদের হাট। প্রতিবারই প্রজাতন্ত্র দিবসের দিন রাজভবনকে বিশেষভাবে সাজিয়ে তোলা হয়। কিন্তু এবারের রাজভবনের এই সাজিয়ে তোলার এক অন্যতম তাৎপর্য রয়েছে। রাজভবনের প্রত্যেক দরজার সামনে দেওয়া হয়েছে আলপনা। রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর পরই সিভি আনন্দ বোস বাংলা ভাষা শেখার আগ্রহ প্রকাশ করেছিলেন। বড়দিনে বাংলা বই লেখার ইচ্ছা প্রকাশও করেছিলেন রাজ্যপাল।

advertisement

আরও পড়ুন: প্রচারের আলো থেকে আলোকবর্ষ দূরে থেকেই জীবন কেটেছে ওআরএস পথপ্রদর্শকের

শুধু তাই নয় সম্প্রতি একটি সংগঠনের অনুষ্ঠানে গিয়ে রাজ্যপাল মন্তব্য করেছিলেন "এই বাংলা হল সোনার বাংলা। এখানে শিল্প,সাহিত্য, সংস্কৃতির অনেক চর্চা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর কাবুলিওয়ালা গল্প আমি পড়েছি। ছোট্ট মেয়ে মিনির চরিত্রটা আমার মনে দাগ কেটে যায়।"রাজ্যপাল পদের দায়িত্ব নেওয়ার পর পরই সিভি আনন্দ বোস জানিয়েছিলেন তিনি বাংলা শিখছেন। অতীতেও রাজ্যে এসে একাধিক রাজ্যপাল বাংলায় কখনো কথা বলেছেন আবার কখনও বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে ভাষণের সূচনা পর্বে বাংলাতে বক্তব্য রেখেছেন। কিন্তু এইভাবে রাজভবনে "হাতেখড়ি" অনুষ্ঠানের নজির কার্যত নেই।

advertisement

আরও পড়ুন: ‘মা দুর্গা ও নারী শক্তির ক্ষমতায়ন...’ দিল্লির কুচকাওয়াজে প্রদর্শিত হচ্ছে বাংলার ট্যাবলো

সেরা ভিডিও

আরও দেখুন
ছোট্ট বোতলের ভিতরে যীশু ও স্যান্টাক্লজ, বড়দিনের আগে শিল্পীর কাজ দেখে মুগ্ধ নেটদুনিয়া
আরও দেখুন

রাজভবন সূত্রে খবর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এদিন প্রথমে চা চক্র আয়োজিত হবে। তারপর এই হাতে খড়ি অনুষ্ঠান হবে। ইস্ট লনে এই হাতে খড়ির অনুষ্ঠান হবে বলেই রাজভবন সূত্রে খবর। সবমিলিয়ে শ্রী পঞ্চমীর দিনে রাজভবন দেখল এক নয়া সাজ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Saraswati Puja 2023: থাকবেন মমতা, ডাক শুভেন্দুকেও! রাজভবনে আজ হাতেখড়ি, বাংলা শিখবেন রাজ্যপাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল