TRENDING:

অমৃতলোকের পথে সারদা মঠের অধ্য়ক্ষা প্রবাজিকা ভক্তিপ্রাণা, ১০৩ বছরে জীবনাবসান

Last Updated:

রবিবার রাত ১১টা ২৪ মিনিটে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সন্ন্যাসিনী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অমৃতলোকের পথে যাত্রা করলেন সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষা (Sarada Math president) প্রব্রাজিকা ভক্তিপ্রাণা (Pravrajika Bhaktiprana)। রবিবার রাত ১১টা ২৪ মিনিটে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সন্ন্যাসিনী। ১০৩ বছর বয়স হয়েছিল তাঁর।
advertisement

প্রব্রাজিকা ভক্তিপ্রাণা মাতাজি ছিলেন শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের চতুর্থ অধ্যক্ষা। ২০০৯-এর এপ্রিলে তিনি ওই পদে বৃত হন। তার আগে দীর্ঘ সময় তিনি টালিগঞ্জের মাতৃভবন হাসপাতালের সম্পাদকের দায়িত্বে ছিলেন। তাঁর হাত ধরেই ওই হাসপাতাল ১০ শয্যার প্রসূতি সদন থেকে ১০০ শয্যার আধুনিক হাসপাতালে উন্নীত হয়। সেখানে সকলের কাছে তিনি ছিলেন 'বড় মা' নামে পরিচিত।

advertisement

আরও পড়ুন : 'যৌন ব্যবসা একটা পেশা'! সামাজিক পরিচয়ে বাঁচতে চান যৌনকর্মীর সন্তানরা

আরও পড়ুন : ৩০০ টাকায় ভাগ্যবদল! মিলল ১ কোটি, এত টাকা নিয়ে কী করবেন তিনি?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকবার্তা জানিয়েছেন। তিনি লিখেছেন, "শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের চতুর্থ অধ্যক্ষা প্রব্রাজিকা ভক্তিপ্রাণার প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০২ বছর। প্রবীণা মাতাজি সন্ন্যাসিনী সংঘকে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছিলেন। তাঁর মৃত্যুতে সংঘে ও বৃহৎ জনজীবনে গভীর আধ্যাত্মিক ও প্রাতিষ্ঠানিক শূন্যতার সৃষ্টি হল। এ ক্ষতি অপূরণীয়। শ্রী সারদা মঠের তথা রামকৃষ্ণ সারদা মিশনের সন্ন্যাসিনী ও ভক্তবৃন্দকে আমি আমার আন্তরিক সমবেদনা জানাই।"

advertisement

ধাত্রী বিদ্যায় পারদর্শী মাতাজি আপন স্নেহে ও মমতায় সারদা মাতৃভবনকে মা ও শিশুদের চিকিৎসার নির্ভরযোগ্য হাসপাতাল হিসেবে সমাজের বুকে প্রতিষ্ঠা করেছিলেন।

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

পূজনীয়া ভক্তিপ্রাণা মাতাজি ছিলেন শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ শিষ‍্য স্বামী বিজ্ঞানানন্দের শিষ‍্যা। শ্রীশ্রী ঠাকুরের পার্ষদের কাছে মন্ত্র প্রাপ্ত শেষ শিষ্য়া ছিলেন এই মাতাজি।

বাংলা খবর/ খবর/কলকাতা/
অমৃতলোকের পথে সারদা মঠের অধ্য়ক্ষা প্রবাজিকা ভক্তিপ্রাণা, ১০৩ বছরে জীবনাবসান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল