করোনা আতঙ্ক ঘরবন্দি করেছে জীবনকে । জীবনের পাশাপাশি বন্দি হয়ে পড়েছে অগণিত মানুষের উপার্জন। বিশেষ করে দিন আনি, দিন খাই পরিবারগুলির হাল শোচনীয়। জীবন দুর্বিষহ হয়ে উঠেছে । তাঁদের সংগ্রমা, তাঁজের রোজনাচমচাই এ এবার উপজীব্য সন্তোষপুর ত্রিকোণ পার্কের শারদোৎসবে ৷
আরও পড়ুন : অতিমারির সামাজিক প্রেক্ষাপটে সমাজসেবী সংঘের পুজোর ভাবনা ‘অন্য কুয়াশা’
advertisement
মণ্ডপসজ্জার পরতে, পরতে গাঁথা হয়েছে সাম্প্রতিক কঠিন সময়ের দলিল। বড়বাজার থেকে পোস্তা বাজার , গিরিশ পার্ক, উত্তর কলকাতার বড় অংশজুড়ে শ্রমজীবী মানুষের বাস। গা ঘেঁষাঘেঁষি গেরস্থালির টুকরো বিবরণ কখনও ইনস্টলেশনে। কখনও আবার ভিডিও প্রেজেন্টেশনে।
আরও পড়ুন : কয়েকশো বছর ধরে এই সাবেক দুর্গোৎসবের নবমীতে করা হয় মহামারি পুজো
মণ্ডপসজ্জার দায়িত্বে থাকা শিল্পী অসীম পাল নিজেই ক্যামেরা হাতে বেরিয়ে পড়েছিলেন। শহরের আনাচে কানাচে ঘুরে শ্রমজীবী মানুষের দিনলিপি ক্যামেরাবন্দি করেছেন। সেগুলিই দেখানো হচ্ছে মণ্ডপে। ইট,কাঠ, লোহা, টিন থেকে রিকশ, ট্যাক্সি...মণ্ডপ জুড়ে খেটে খাওয়া মানুষের সংগ্রামী চালচিত্র।