এবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সদস্য পদও হারালেন তৃণমূলের একদা দাপুটে এই চিকিৎসক নেতা৷ রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সদস্য পদ থেকে শান্তনু সেনকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করেছেন কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়৷ প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতি এবং চিকিৎসক সংগঠনের মধ্যেও সুদীপ্ত রায় শান্তনু সেনের বিরোধী শিবিরের বলেই পরিচিত৷
আরও পড়ুন: ২০২৫ সালের CBSE-র দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা কবে থেকে শুরু? ঘোষিত সূচি
advertisement
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের পরপর তিনটি বৈঠকে অনুপস্থিত থাকার জন্য শান্তনু সেনের সদস্যপদ কেড়ে নেওয়া হল বলেই জানিয়েছেন সুদীপ্ত রায়৷ বেঙ্গল মেডিক্যাল অ্যাক্ট,১৯১৪-র এর ৯ (১) ধারা অনুযায়ী শান্তনু সেনকে বহিষ্কারের সিদ্ধান্ত জানালেন মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়৷ তিনি নিজেও তৃণমূলের বিধায়ক পদে রয়েছেন৷
এই আইন অনুযায়ী, রাজ্য মেডিক্যাল কাউন্সিলের পরপর তিনটি কাউন্সিল বৈঠকে অংশ না নিলে এবং সঠিক কারণ না দর্শালে যে কোনও সদস্যের সদস্যপদ বাতিল হয়ে যাবে৷ শান্তনু সেনের সদস্যপদ বাতিলের আর্জি জানিয়ে রাজ্য স্বাস্থ্য দফতরকে চিঠিও লিখেছিলেন সুদীপ্ত রায়৷ রাতেই সেই সিদ্ধান্ত ঘোষণা করলেন তিনি৷