মঙ্গবার ব্যাঙ্কশাল আদালতে নিয়ে আসা হয় শান্তনু বন্দ্যোপাধ্যায়কে। জামিনের পর ফের প্রাথমিক মামলায় ট্যাগ করা নিয়ে প্রশ্নের উত্তরে বলেন, “এটাই এক্সপেক্টেড ছিল”।
আরও পড়ুনঃ কমেছে আরও দাম! কোন গিজার আপনার বাথরুমের জন্য সেরা? কেনার আগে জানুন দোকানির টিপস
এদিকে, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সন্তু গঙ্গোপাধ্যায়কে আজ আদালতে তুলবে সিবিআই। এস গাঙ্গুলি নামে একজনকে কোটি কোটি টাকা দেওয়া হয়েছিল কুন্তল ঘোষের নির্দেশে। এমনটাই অভিযোগ ছিল অয়ন শীলের। সেই অভিযোগের ভিত্তিতেই সিবিআই সোমবার গ্রেফতার করে সন্তু গঙ্গোপাধ্যায়কে। প্রাথমিক শিক্ষক দুর্নীতির তদন্তে সন্তু গঙ্গোপাধ্যায়কে নিজেদের হেফাজতে চায় সিবিআই।
advertisement
আরও পড়ুনঃ অর্পিতার জামিন! এবার আঁটঘাট বেঁধে নামল সিবিআই! এরপর কে? নিয়োগ দুর্নীতি তদন্তে মেগা মোড়
প্রসঙ্গত, আজ মঙ্গলবার বিশেষ সিবিআই আদালতে সুজয়কৃষ্ণ ভদ্রকে আদালতে পেশ করার (প্রোডাকশন ওয়ারেন্ট) আবেদন জানাবে সিবিআই। এমনকি ইডির হাতে গ্রেফতার শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও আদালতে পেশের আবেদন করতে পারে সিবিআই। মঙ্গলবার বিচার ভবনে সুজয় ভদ্র ও শান্তনুকে পেশ করতে নির্দেশ আদালতের। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে আদালতে হাজির করাতে চেয়ে সোমবার আবেদন করে সিবিআই। একইসঙ্গে হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও আদালতে হাজির করানোর আবেদন জানানো হয়। এরপর মঙ্গলবার সিবিআইয়ের বিশেষ আদালতে তাঁদের হাজির করানো হবে। তদন্তের স্বার্থে ওই দু’জনকে নিজেদের হেফাজতে চাইতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।