TRENDING:

Sanjay Roy mother: 'আমার রক্তের জোর আছে, ওইটুকু ছেলে একা সব করেছে?' রায়দানের আগে প্রশ্ন সঞ্জেয়র মায়ের

Last Updated:

যদিও ছেলে সঞ্জয়ের উপরেও ক্ষোভ উগরে দিয়েছেন তার মা৷ ক্ষোভের সঙ্গেই তিনি বুঝিয়েছেন, 'এই ঘটনার পর থেকে কার্যত একঘরে হয়ে গিয়েছেন তাঁরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল শিয়ালদহ আদালত৷ আগামী সোমবার ধর্ষণ এবং খুনে সঞ্জয়ের কী শাস্তি হবে, তা ঘোষণা করবেন বিচারক৷  তার কয়েকঘণ্টা আগে আরজি কর কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রাই মা দাবি করলেন, তাঁর ছেলের পক্ষে একা এই অপরাধ ঘটান সম্ভব নয়৷ এমন কি, তাঁর ছেলে নির্দোষ বলেও দাবি করেছেন ওই বৃদ্ধা৷
ছেলে নির্দোষ, দাবি সঞ্জয়ের মায়ের৷
ছেলে নির্দোষ, দাবি সঞ্জয়ের মায়ের৷
advertisement

কলকাতার শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটের বাড়িতেই থাকেন সঞ্জয়ের মা৷ সঞ্জয় গ্রেফতার হওয়ার পর থেকে মেয়েরাই দেখাশোনা করেন তাঁর৷ শনিবার আদালতের রায় ঘোষণার আগে সেভাবে বাড়ির বাইরেও বেরোচ্ছেন না পরিবারের কেউ৷ তার মধ্যেই এ দিন সকালে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন সঞ্জয়ের মা৷

আরও পড়ুন: ‘স্যর, আজ ফেরত আসব তো?’ নমস্কার করে আদালতে রওনা দিল সঞ্জয়

advertisement

তাঁর কথায়, ‘আরজি কর হাসপাতালে এত লোক থাকতেও এই ঘটনা কীভাবে ঘটল৷ এতজন থাকতেও ওই টুকু ছেলে কীভাবে এসব করল? সঞ্জয় কি একা খুন করতে পারে? জোরের সঙ্গে তিনি আরও বলেন, দশ মাস দশ দিন ওকে গর্ভে ধরেছি, তার বিচার একদিন ভগবানের কাছে হবে৷ আমার রক্তের যদি জোর থাকে, তাহলে সব ঠিক হবে৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

যদিও ছেলে সঞ্জয়ের উপরেও ক্ষোভ উগরে দিয়েছেন তার মা৷ ক্ষোভের সঙ্গেই তিনি বুঝিয়েছেন, ‘এই ঘটনার পর থেকে কার্যত একঘরে হয়ে গিয়েছেন তাঁরা৷ সঞ্জয়ের শ্বশুরবাড়ি লোকজনকেও নিশানা করেছেন তিনি৷’

বাংলা খবর/ খবর/কলকাতা/
Sanjay Roy mother: 'আমার রক্তের জোর আছে, ওইটুকু ছেলে একা সব করেছে?' রায়দানের আগে প্রশ্ন সঞ্জেয়র মায়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল