কলকাতার শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটের বাড়িতেই থাকেন সঞ্জয়ের মা৷ সঞ্জয় গ্রেফতার হওয়ার পর থেকে মেয়েরাই দেখাশোনা করেন তাঁর৷ শনিবার আদালতের রায় ঘোষণার আগে সেভাবে বাড়ির বাইরেও বেরোচ্ছেন না পরিবারের কেউ৷ তার মধ্যেই এ দিন সকালে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন সঞ্জয়ের মা৷
আরও পড়ুন: ‘স্যর, আজ ফেরত আসব তো?’ নমস্কার করে আদালতে রওনা দিল সঞ্জয়
advertisement
তাঁর কথায়, ‘আরজি কর হাসপাতালে এত লোক থাকতেও এই ঘটনা কীভাবে ঘটল৷ এতজন থাকতেও ওই টুকু ছেলে কীভাবে এসব করল? সঞ্জয় কি একা খুন করতে পারে? জোরের সঙ্গে তিনি আরও বলেন, দশ মাস দশ দিন ওকে গর্ভে ধরেছি, তার বিচার একদিন ভগবানের কাছে হবে৷ আমার রক্তের যদি জোর থাকে, তাহলে সব ঠিক হবে৷’
যদিও ছেলে সঞ্জয়ের উপরেও ক্ষোভ উগরে দিয়েছেন তার মা৷ ক্ষোভের সঙ্গেই তিনি বুঝিয়েছেন, ‘এই ঘটনার পর থেকে কার্যত একঘরে হয়ে গিয়েছেন তাঁরা৷ সঞ্জয়ের শ্বশুরবাড়ি লোকজনকেও নিশানা করেছেন তিনি৷’