অন্যান্যবারের তুলনায় এবার কুমোরটুলি অনেকটাই ফাঁকা ফাঁকা। এখনোও বঙ্গদেশের দুর্গাপুজোর অর্ডার আসেনি। তাতে কি ভিনদেশের যে অর্ডার আগেই এসেছিল সেগুলোই পাড়ি দিচ্ছে৷ কুমোরটুলি থেকে কুমোরটুলির মৃৎশিল্পী কৌশিক ঘোষ। প্রতি বছর 30 থেকে 32 টি প্রতিমা ভিনদেশে পাড়ি দেয় কৌশিক বাবুর কুমোরটুলি স্টুডিও থেকে । এ বছর ও যাবে , তবে সাগর পাড়ে এবার মাত্র আট থেকে দশটি প্রতিমা যাবার সম্ভাবনা। কেউ অর্ডার দিয়েও ক্যানসেল করেছেন। আবার অনেকেই নমো নমো করে পূজো সারছেন।
advertisement
আমেরিকার নর্থ ক্যারোলিন এ যে প্রতিমা যাবে সেটি ফাইবারের তৈরি মূর্তি 6 ফুট চওড়া এবং সাড়ে সাত ফুট উচ্চতা। এক চালায় মা দুর্গার সংসার। ট্যাগ করার আগেও বারবার সাইজ করে নিচ্ছেন সেই একচালার মা দুর্গার প্রতিমা কে।
এমনিতেই সেভাবে অর্ডার আসেনি। প্রায় গতবারের দামি এবারে অর্ডার নিতে হয়েছে দু-একটা প্রতিমায় সামান্য বেশি। যদিও লকডাউন উত্তর পিরিয়ডে প্রতিমা তৈরির খরচ অনেকটাই বেড়ে যাবে। তার উপর রয়েছে শ্রমিক সমস্যা।অল্প সংখ্যায় শ্রমিক নিয়ে দিনরাত খেটে এখন ভিনদেশের প্রতিমা তৈরীতে ব্যস্ত কুমোরটুলির মৃৎশিল্পী কৌশিক ঘোষ।এবারের প্রতিমা তৈরি এক অনন্য অভিজ্ঞতা ।করোনা আতঙ্কে নিজেরাতো হাত ধুয়ে নিচ্ছি। প্রতিমাকে এভাবে স্যানিটাইজেশন করতে হবে আগে কখনো ভাবি নি ।জানালেন মৃৎশিল্পী কৌশিক ঘোষ।