প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বঙ্গ সফরের দিন পরিবর্তন হয়েছে ইতিমধ্যেই। আগামী ৭ মার্চ বারাসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা করার কথা ছিল। কিন্তু বিজেপি সূত্রের খবর, প্রধানমন্ত্রীর ৭ মার্চ অন্য জরুরি কাজ থাকায় তার আগের দিন অর্থাৎ ৬ মার্চ রাজ্যে আসছেন মোদি। আগামী ৬ মার্চ সন্দেশখালি ইস্যুকে হাতিয়ার করে বারাসতে মহিলা ন্যায় সমাবেশের আয়োজন করতে চলেছে বঙ্গ বিজেপি। আর সেই সমাবেশেই বক্তব্য রাখবেন মোদি৷ তেমনটাই খবর বিজেপি সূত্রের।
advertisement
সন্দেশখালি ঘটনাকে ইস্যু করে গোটা বাংলায় মহিলাদের বার্তা দিতে চাইছে গেরুয়া শিবির। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর আসার দিনই সেই সভাস্থলে সন্দেশখালির ‘নির্যাতিতা’ দের হাজির করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেই বিজেপি সূত্রের খবর। সন্দেশখালি আন্দোলনকে শুধু সন্দেশখালির মধ্যেই সীমাবদ্ধ না রেখে, লোকসভা ভোটের আগে রাজ্যের সর্বত্র ছড়িয়ে দিতে চাইছে বঙ্গের পদ্ম শিবির।
জানা গিয়েছে, আগামী ৬ মার্চ বারাসতে প্রধানমন্ত্রীর মূল মঞ্চের পাশে আলাদা একটি মঞ্চ গড়া হবে। সেখানেই মুখ ঢেকে বসবেন সন্দেশখালির ‘নির্যাতিতা’-রা। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানাবেন তাঁদের ‘নিগ্রহ’, সমস্যার কথা। শুধু তাই নয়, ওইদিন মোদির সভার দর্শকাসনেও মহিলারাদের আধিক্য রাখার পরিকল্পনা রয়েছে বিজেপির।
এছাড়াও, আগামিকাল বিজেপির মহিলা মোর্চার এক প্রতিনিধি দল সন্দেশখালির মহিলাদের সঙ্গে দেখা করার জন্য রওনা দেবেন৷ মহিলা মোর্চার সেই প্রতিনিধি দলে থাকার কথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়-সহ মহিলা মোর্চার রাজ্য সভাপতি ফাল্গুনী পাত্র সহ অন্যান্যদের৷