সন্দেশখালি কাণ্ডে গতকাল টাকিতে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের উপরে হামলার ঘটনার প্রতিবাদে আজ দুপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপের হারুউড পয়েন্টে মিছিল করে সুন্দরবন পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ শুরু করল বিজেপি।
পুলিশের প্রথম ব্যারিকেট ভেঙে দ্বিতীয় ব্যারিকেটের সামনে অবস্থান বিক্ষোভ চালান বিজেপি নেতা কর্মীরা। পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির মথুরাপুর সংগঠনিক জেলার নেতৃত্ব। তিনটে ব্যারিকেড দিয়ে আটকানো হয় মিছিল। বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
advertisement
কাকদ্বীপের পাশাপাশি, সন্দেশখালির ঘটনার প্রতিবাদে এবং গতকাল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে হেনস্থা ও গ্রেফতারের ঘটনাকে ধিক্কার জানিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার অফিসে ঝাঁটা হাতে বিক্ষোভ দেখান বিজেপি মহিলা মোর্চার কর্মীরা। এদিন বিজেপি যুব মোর্চা ও মহিলা মোর্চার পক্ষ থেকে মিছিল সহকারে SP অফিসের বাইরে অবস্থান বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভের শুরুতে পুলিশের সঙ্গে একপ্রস্থ ধস্তধস্তি হতেও দেখা যায় আন্দোলনকারীদের। মেদিনীপুর SP অফিস এলাকায় চলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভও।
আরও পড়ুন: জ্বলছে সন্দেশখালি, কোথায় সাংসদ নুসরত জাহান? ‘খোঁজ’ দিলেন দিলীপ ঘোষ
অন্যদিকে, বীরভূমের সিউড়িতে পুলিশ সুপারের দফতরের সামনেও বিক্ষোভ দেখান বিজেপির স্থানীয় নেতৃত্ব। সুপারের দফতর যাওয়ার রাস্তায় মিছিল করে এগোয় বিজেপি৷ জেলা শাসকের দফতরের সামনে পৌঁছলে বিক্ষোভকারীদের ব্যারিকেড দিয়ে আটকায় প্রশাসন৷ শুরু হয় ব্যাপক ধস্তাধ্বস্তি। ব্যারিকেড ভেঙে পুলিশ সুপারের দফতরের সামনে পৌঁছে যান বিক্ষোভকারীরা।
বনগাঁতেও এসপি অফিস ঘেরাও কর্মসূচি পালন করে বিজেপি। রামনগর রোডে পুলিশ ব্যারিকেডের সামনে রাস্তার উপরে বসে পড়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা । ঝাঁটা হাতে বিক্ষোভে শামিল হন বিজেপি মহিলা কর্মী সমর্থকেরা।
বর্ধমানে বিজেপি কর্মীদের উপরে জলকামান ছুোঁড়ে পুলিশ। এদিন বর্ধমানে বিজেপির জেলা পুলিশ সুপার অফিস ঘেরাও কর্মসূচি ছিল। কোর্ট কম্পাউন্ডে দুটি ব্যারিকেড করে পুলিশ। প্রথম ব্যারিকেড ভাঙার পর বিজেপি কর্মীরা এগিয়ে গেলে জল কামান ব্যবহার করে পুলিশ।
হুগলি গ্রামীণ পুলিশের দফতরের সামনে রাস্তায় বিজেপি মহিলা কর্মীরা রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ শ্লোগান দেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়।