SFI: মিলেছে অক্সিজেন.. লোকসভা নির্বাচনের আগে তাই আবারও হাতিয়ার সেই ‘ইনসাফ যাত্রা’! ১৯ ফেব্রুয়ারি থেকে কোমর বেঁধে শুরু নতুন কর্মসূচি

Last Updated:

আনিস খানের বাড়িতে গণসংগঠনের নেতৃত্বের পাশাপাশি দলের শীর্ষ নেতৃত্বও যেতে থাকে নিয়মিত। আনিস খানের পরিবারের সঙ্গে শুধু যোগাযোগ রাখা নয় তার পরিবারের সদস্যদের বিভিন্ন কর্মসূচিতে দেখা যেতে থাকে নিয়মিত। এমনকি সিপিএমের যুব সংগঠনের ডাকা ব্রিগেড সমাবেশেও আনিস খানের পরিবারের সদস্যদের নিয়ে আসা হয়েছিল সংগঠনের তরফে।

কলকাতা: রাজ্যজুড়ে ইনসাফ যাত্রা করার পর ব্রিগেডের ময়দানে সমাবেশ করেছিল সিপিএমের যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব সংগঠন। মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে গোটা কর্মসূচিতে দলের কর্মী সমর্থকরা বেশ উৎসাহ পেয়েছিল বলে রাজ্য কমিটির বৈঠকে জানিয়েছেন জেলার নেতৃত্ব। ব্রিগেডের পরেও লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত দলের কর্মী সমর্থকদের চাঙ্গা রাখতে এই কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল আলিমুদ্দিন স্ট্রিট। যুবসংগঠনের পাশাপাশি অন্যান্য সংগঠনগুলিকে রাস্তায় নামাতে চাইছে সিপিএম। তারই অংশ হিসেবে দলের ছাত্র সংগঠনের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
১৯ ফেব্রুয়ারি ক্যাম্পাসে ইনসাফ কর্মসূচি করা হবে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে। আনিস খানের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে এই কর্মসূচি করা হবে। আনিস খানের মৃত্যুর প্রতিবাদে লাগাতার আন্দোলন চালিয়েছিল এসএফআই, ডিওয়াইএফআই৷ আর এর ফলেই বেশ কিছুটা চাঙ্গা হয়েছিল দলের সংগঠনগুলো। নতুন নতুন কর্মসূচি নিয়ে সামনে আসতে দেখা গিয়েছিল বাকি সংগঠনগুলিকেও।
advertisement
আরও পড়ুন: জ্বলছে সন্দেশখালি, কোথায় সাংসদ নুসরত জাহান? ‘খোঁজ’ দিলেন দিলীপ ঘোষ
আনিস খানের বাড়িতে গণসংগঠনের নেতৃত্বের পাশাপাশি দলের শীর্ষ নেতৃত্বও যেতে থাকে নিয়মিত। আনিস খানের পরিবারের সঙ্গে শুধু যোগাযোগ রাখা নয় তার পরিবারের সদস্যদের বিভিন্ন কর্মসূচিতে দেখা যেতে থাকে নিয়মিত। এমনকি সিপিএমের যুব সংগঠনের ডাকা ব্রিগেড সমাবেশেও আনিস খানের পরিবারের সদস্যদের নিয়ে আসা হয়েছিল সংগঠনের তরফে।
advertisement
advertisement
আর কয়েক মাস বাদে লোকসভা নির্বাচন তার আগে ঘর গোছানোর প্রস্তুতি নিয়ে ফেলেছে প্রত্যেক দলই। সিপিএমের তরফেও জোরদার প্রস্তুতি চালানো হচ্ছে। একদিকে বুথ কমিটি, প্রার্থী প্রস্তুত করা সম মনোভাবাপন্ন দলগুলির সঙ্গে জোট নিয়ে আলোচনা করা একই সঙ্গে সংগঠনের বুনোট আরও শক্ত করে বাঁধতে চাইছে আলিমুদ্দিন স্ট্রিট। তারই অংশ হিসেবে লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নেতৃত্বের তরফে।
advertisement
আরও পড়ুন: ঘূর্ণাবর্ত…চরম দুর্যোগ টানা ৩দিন! সরস্বতী পুজোয় কোথায় জেলায় বৃষ্টি, কোথায় রোদ? কেমন থাকবে কলকাতার ওয়েদার
বিশেষ করে জাতীয় এবং রাজ্যের প্রধান বিষয়ের পাশাপাশি আঞ্চলিক স্তরের সমস্যা নিয়েও রাস্তায় নামতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ইনসাফ যাত্রার অংশ হিসেবে কর্মসূচিও নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এসএফআইয়ের এই কর্মসূচি তারই অংশ হিসেবে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের সদস্যরা। এ ছাড়াও ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন করা সহ আরো বেশকিছু দাবি নিয়েও আন্দোলন করা হবে বলে সংগঠন সূত্রে খবর৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SFI: মিলেছে অক্সিজেন.. লোকসভা নির্বাচনের আগে তাই আবারও হাতিয়ার সেই ‘ইনসাফ যাত্রা’! ১৯ ফেব্রুয়ারি থেকে কোমর বেঁধে শুরু নতুন কর্মসূচি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement