একটি নথি সামনে রেখে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, সিবিআইয়ের নথিতে যে রাজকুমার রামের উল্লেখ রয়েছে, তিনিই কি সন্দেশখালির তদন্তকারী দলে থাকা রাজকুমার?
যদি তা-ই হয়, সম্প্রতি তাঁর আয় লক্ষ লক্ষ টাকা বেড়েছে৷ আয় নিয়ে অসঙ্গতি সংক্রান্ত মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে সিবিআই৷ তাহলে সেই ইডি আধাকারিক রাজকুমার রাম কী ভাবে কাজে যুক্ত থাকতে পারেন? কেন্দ্র এবং ইডি-র কাছে এই মর্মের জবাব চাইল তৃণমূল৷
advertisement
প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে অভিযানে গিয়ে বেনজির বিক্ষোভের মুখে পড়ে ইডি। মারমুখী জনতার চাপে পিছু হঠতে হয় আধিকারিকদের।
গত শুক্রবার সন্দেশখালির সরবেড়িয়ায় শাহজাহানের বাড়িতে যান ইডি আধিকারিকেরা। জানা যায়, তৃণমূল নেতা সেই সময় বাড়ির ভিতরেই ছিলেন। একাধিকবার ডাকাডাকি করলেও কোনও সাড়া মেলেনি। সেই সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাড়ির তালা ভাঙতে গেলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, ইডি টিম সহ সিআরপিএফ কর্মীদের উপর ৮০০-১০০০ লোক আক্রমণ করেন। লাঠি, পাথর এবং ইট দিয়ে হামলা করা হয়।
আরও পড়ুন: সাদামাঠা পোশাক, বাইকে চড়েই ব্রিগেডে! মমতার ছবির সঙ্গে মীনাক্ষীর মিলের খোঁজ অনেকের
এই ঘটনায় ইডির ৩ আধিকারিক গুরুতর আহত হন। আহত ইডি অফিসারদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়। হিংসাত্মক জনতা ইডি আধিকারিকদের আধিকারিকদের ব্যক্তিগত জিনিসপত্র যেমন তাঁদের মোবাইল ফোন, ল্যাপটপ, নগদ টাকা, মানিব্যাগ ইত্যাদি ছিনিয়ে নেয় বলে অভিযোগ। গাড়িতেও চলে ভাঙচুর। বিষয়টি নিয়ে পুলিশের কাছে এফআইআর করা হয়েছে।