TRENDING:

Sandeshkhali ED Attack: লক্ষ লক্ষ টাকা বেড়েছে আয়, FIR করেছে সিবিআই! সন্দেশখালির ‘সেই’ ইডি আধিকারিককে নিয়ে এবার প্রশ্ন তুলল তৃণমূল

Last Updated:

প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে অভিযানে গিয়ে বেনজির বিক্ষোভের মুখে পড়ে ইডি। মারমুখী জনতার চাপে পিছু হঠতে হয় আধিকারিকদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এবার সন্দেশখালিতে আক্রান্ত এক ইডি আধিকারিকের আয় নিয়ে অসঙ্গতির অভিযোগ তুলল তৃণমূল৷ এদিন একটি সাংবাদিক বৈঠক করে তৃণমূলের তরফে দাবি করা হয়, গত শুক্রবার সন্দেশখালিরল তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে ইডি আধিকারিকদের যে দল গিয়েছিল, তারই সদস্য ছিলেন রাজকুমার রাম নামের এক আধিকারিক৷ এদিন তাঁকে নিয়ে প্রশ্ন তুলেছে ত়ৃণমূল৷
advertisement

একটি নথি সামনে রেখে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, সিবিআইয়ের নথিতে যে রাজকুমার রামের উল্লেখ রয়েছে, তিনিই কি সন্দেশখালির তদন্তকারী দলে থাকা রাজকুমার?

যদি তা-ই হয়, সম্প্রতি তাঁর আয় লক্ষ লক্ষ টাকা বেড়েছে৷ আয় নিয়ে অসঙ্গতি সংক্রান্ত মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে সিবিআই৷ তাহলে সেই ইডি আধাকারিক রাজকুমার রাম কী ভাবে কাজে যুক্ত থাকতে পারেন? কেন্দ্র এবং ইডি-র কাছে এই মর্মের জবাব চাইল তৃণমূল৷

advertisement

আরও পড়ুন: বিরাট প্রতাপ, ভেড়ির ‘বাদশা’! একসময়ের বাম থেকে এখন তৃণমূল, এই নেতার বাড়িতে গিয়েই আক্রান্ত ইডি! কে এই শাহজাহান শেখ?

প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে অভিযানে গিয়ে বেনজির বিক্ষোভের মুখে পড়ে ইডি। মারমুখী জনতার চাপে পিছু হঠতে হয় আধিকারিকদের।

গত শুক্রবার সন্দেশখালির সরবেড়িয়ায় শাহজাহানের বাড়িতে যান ইডি আধিকারিকেরা। জানা যায়, তৃণমূল নেতা সেই সময় বাড়ির ভিতরেই ছিলেন। একাধিকবার ডাকাডাকি করলেও কোনও সাড়া মেলেনি। সেই সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাড়ির তালা ভাঙতে গেলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, ইডি টিম সহ সিআরপিএফ কর্মীদের উপর ৮০০-১০০০ লোক আক্রমণ করেন। লাঠি, পাথর এবং ইট দিয়ে হামলা করা হয়।

advertisement

আরও পড়ুন: সাদামাঠা পোশাক, বাইকে চড়েই ব্রিগেডে! মমতার ছবির সঙ্গে মীনাক্ষীর মিলের খোঁজ অনেকের

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের রাত শেষ হওয়ার আগেই এল 'মহা'প্লাবন! বাঁধ ভেঙে তলিয়ে গেল সব
আরও দেখুন

এই ঘটনায় ইডির ৩ আধিকারিক গুরুতর আহত হন। আহত ইডি অফিসারদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়। হিংসাত্মক জনতা ইডি আধিকারিকদের আধিকারিকদের ব্যক্তিগত জিনিসপত্র যেমন তাঁদের মোবাইল ফোন, ল্যাপটপ, নগদ টাকা, মানিব্যাগ ইত্যাদি ছিনিয়ে নেয় বলে অভিযোগ। গাড়িতেও চলে ভাঙচুর। বিষয়টি নিয়ে পুলিশের কাছে এফআইআর করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Sandeshkhali ED Attack: লক্ষ লক্ষ টাকা বেড়েছে আয়, FIR করেছে সিবিআই! সন্দেশখালির ‘সেই’ ইডি আধিকারিককে নিয়ে এবার প্রশ্ন তুলল তৃণমূল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল