Minakshi Mukherjee: সাদামাঠা পোশাক, বাইকে চড়েই ব্রিগেডে! মমতার ছবির সঙ্গে মীনাক্ষীর মিলের খোঁজ অনেকের

Last Updated:

সেই মীনাক্ষীর দায়িত্বেই গত ৫০ দিন ধরে জেলায় জেলায় চলছিল ইনসাফ যাত্রা এবং ইনসাফ সভা৷ যার শেষ হওয়ার কথা ছিল এই ব্রিগেডে৷ কিন্তু, দীর্ঘদিন ধরেই অনুমতি ছিল অমিল৷ অবশেষে, গত ৫ তারিখে মেলে সেই কাঙ্ক্ষিত অনুমতি৷ তার ২ দিনের মধ্যেই সমাবেশ৷

কলকাতা: ২০০৮ সালের পর ২০২৪। ১৬ বছর পর ফের ডিওয়াইএফআইয়ের ডাকে সমাবেশ ব্রিগেডে। যে ব্রিগেডে মূল মুখ বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়৷ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ইতিমধ্যেই তাঁকে ‘ক্যাপ্টেন’ তকমা দিয়ে দিয়েছেন৷ মীনাক্ষীর ছবি, ব্যানার, কাটআউটে ভরে গিয়েছে জেলা থেকে শহর৷ গত ৫০ দিনের ইনসাফ যাত্রা, ইনসাফ সভার অন্যতম হোতা ছিলেন এই মীনাক্ষীই৷ তবে, আপাদমস্তক মধ্যবিত্ত ভাবমূর্তির এই মধ্য তিরিশের মেয়েটিকে ঘিরেই কি বুক বাঁধতে চাইছেন বাম নেতৃত্ব?
সেই একুশের নির্বাচনের আগেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে বর্ধমানের কুলটির এই বাম যুবনেত্রীর তুলনা টেনেছিলেন বিমান বসু৷ আর আজ, যেভাবে মীনাক্ষী সমাবেশের আগে ব্রিগেডের ময়দানের উদ্দেশে রওনা দিলেন, তাতে অনেকেই বর্তমান মুখ্যমন্ত্রীর ছবির সঙ্গে মেলাচ্ছেন সেই ছবি৷
মীনাক্ষী মুখোপাধ্যায়ের অত্যন্ত সাধারণ জীবন যাপন, সাধারণ পোশাক৷ শ্যামলা বরণ মধ্যবিত্ত মেয়েটির মুখের কথাতেও মেঠো টান৷ মাটির কাছাকাছি থাকার একাধিক চিহ্ন জড়িয়ে রয়েছে মীনাক্ষীর ভাবমূর্তির সঙ্গে৷ যার সঙ্গে এখন অনেকেই তুলনা টানছেন তৃণমূলনেত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনাড়ম্বর জীবনযাপনকে৷
advertisement
advertisement
আরও পড়ুন: তাঁর মধ্যেই বুদ্ধদেবের ছায়া দেখেন বিমান, সেই মীনাক্ষী মুখোপাধ্যায়ই আজ ব্রিগেডের ‘ক্যাপ্টেন’
একুশের নির্বাচনে নন্দীগ্রামে মমতা-শুভেন্দু দ্বৈরথের মাঝখানে হার নিশ্চিত জেনেও এই মীনাক্ষীকে প্রার্থী করেছিল সিপিএম৷ তাতে ভোটের অঙ্কে জয় আসেনি বটে, কিন্তু, এক যুবনেত্রীর মুখ সর্বসমক্ষে আনতে পেরেছিল বামেরা৷ যেটা হয়ত তাদের স্ট্র্যাটেজিই ছিল৷
সেই মীনাক্ষীর দায়িত্বেই গত ৫০ দিন ধরে জেলায় জেলায় চলছিল ইনসাফ যাত্রা এবং ইনসাফ সভা৷ যার শেষ হওয়ার কথা ছিল এই ব্রিগেডে৷ কিন্তু, দীর্ঘদিন ধরেই অনুমতি ছিল অমিল৷ অবশেষে, গত ৫ তারিখে মেলে সেই কাঙ্ক্ষিত অনুমতি৷ তার ২ দিনের মধ্যেই সমাবেশ৷
advertisement
আরও পড়ুন: আজ ব্রিগেড! কলকাতার ৭ প্রান্ত থেকে ৭ মিছিল, কোন কোন রাস্তায় যানজটের ভয়, জানুন
এদিন ব্রিগেডের মঞ্চে মূল বক্তা তিনিই। দুপুরে দীনেশ মজুমদার ভবন থেকে ব্রিগেডের উদ্দেশে যাওয়ার সময় চড়লেন দলীয় সতীর্থের মোটরবাইকে। ব্রিগেডের উদ্দেশে গেলেন একদম সাদামাঠা পোশাকে। যে ছবি দেখে মমতার বাইকের পিছনে গন্তব্যে পৌঁছনোর ছবির সঙ্গে মিল খোঁজার চেষ্টা করছেন অনেকেই৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Minakshi Mukherjee: সাদামাঠা পোশাক, বাইকে চড়েই ব্রিগেডে! মমতার ছবির সঙ্গে মীনাক্ষীর মিলের খোঁজ অনেকের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement