মূল অভিযুক্ত শাহজাহানকে গ্রেফতার করে সুবিচার দিন। এজি-র উদ্দেশ্যে মন্তব্য বিচারপতি জয় সেনগুপ্তে’র। এখনও পর্যন্ত তদন্তে সহযোগিতা করছে না ইডি। ৩ আক্রান্ত ইডি অফিসারের বয়ান/ তথ্য প্রয়োজন। ইডি কোনও সাহায্য করছে না। বলেন এজি। এখনও পর্যন্ত কতগুলো ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে? বিচারপতি সংবাদমাধ্যম ও স্থানীয় ৩ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বলেন এজি।
advertisement
আরও পড়ুন: ‘ইন্ডিয়া’ জোটে শান! জ্যোতি বসু স্মরণে রাজ্যে আসছেন নীতীশ কুমার, পাশেই থাকবেন সেলিম-বিমান
কেস ডায়েরি দেখান, বলেন বিচারপতি। কেস ডায়েরির ফটোকপি আছে, পাল্টা বলেন এজি। কেন ফটোকপি থাকবে কেস ডায়েরির, আদালতকে দেখানোর জন্য। আগামিকাল অরিজিনাল কেস ডায়েরি পেশ করতে নির্দেশ রাজ্যকে। আগামিকাল ফের শুনানি।
আরও পড়ুন: অনুপম হাজরা রাজনীতি ছাড়ছেন…? ২২ মিনিট ১১ সেকেন্ডের লাইভে ‘বিস্ফোরক’ বিজেপি নেতা
প্রসঙ্গত, সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়েছিলেন ইডির আধিকারিকরা। অনেক ডাকাডাকিতেও কেউ সাড়া না দেওয়ায় বাড়ির তালা ভাঙার চেষ্টা শুরু করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তখনই বিভিন্ন জায়গা থেকে কয়েক শ’ নারী – পুরুষ দুষ্কৃতী কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও ইডি আধিকারিকদের ওপর হামলা চালায়। হামলায় একাধিক ইডি আধিকারিকের মাথা ফাটে। এর পর গাড়িতে করে এলাকা ছাড়ার চেষ্টা করেন ইডি আধিকারিকরা। অভিযোগ গাড়ি থামিয়ে ফের মারধর করা হয় তাঁদের। ভাঙচুর করা হয় গাড়ি। প্রাণ বাঁচাতে অটো রিকশয় করে এলাকা ছাড়েন তাঁরা। এর পর এলাকার বিভিন্ন রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু হয়।