আরও পড়ুন– রাশিফল ১৮ সেপ্টেম্বর: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
শমীকের দাবি, ‘‘আরজি করের চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় আমরা প্রথম দিন থেকে বলে আসছি প্রমাণ লোপাট করেছেন বিনীত গোয়েল। অবিলম্বে বিনীত গোয়েলের গ্রেফতার চাই আমরা।’’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারকে নিশানা করে শমীক ভট্টাচার্য এও বলেন, ‘‘বিনীত গোয়েলকে পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দিয়ে তাঁকে যেভাবে অন্য জায়গায় বদলি করা হল তাতে আমরা মনে করি মানুষের আবেগের সঙ্গে প্রতারণা করে বিনীত গোয়েলের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ না নিয়ে প্রাইজ পোস্টিং দেওয়া হল। আমরা বিনীত গোয়েলকে যেখানে বদলি করা হয়েছে সেখানে যাতে তিনি দায়িত্বভার গ্রহণ করতে না পারেন তার জন্য আন্দোলন করব।’’
advertisement
আরও পড়ুন– এক বছর মেয়াদি FD-তে ৮.৫৫ শতাংশ হারে সুদ! বন্ধন ব্যাঙ্কের দারুণ অফার
মঙ্গলবার সরকারিভাবে নবান্নের পক্ষ থেকে কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসেবে মনোজ ভার্মার নাম ঘোষণা করা হয়৷ আরজি করের ঘটনায় জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের অন্যতম দাবি মেনে বিনীত গোয়েলের বদলে মনোজ ভার্মাকে পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। কলকাতার বিদায়ী নগরপাল বিনীত গোয়েলকে এডিজি (এসটিএফ) পদে বদলি করে রাজ্য সরকার ৷ আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে বিনীত গোয়েলকে নগরপালের পদ থেকে সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এর আগে এডিজি এসটিএফ পদেই কর্মরত ছিলেন বিনীত গোয়েল ৷