TRENDING:

Samik Bhattacharya-Ashok Dinda: অস্বস্তি পদ্মে! জুনিয়র ডাক্তারদের আন্দোলন ‘সেলফিশ’! বেফাঁস বিজেপি বিধায়ক, কী বললেন শমীক?

Last Updated:

সংবাদমাধ্যমকে দিন্দা বলেন, ‘‘ডাক্তাররা তো আন্দোলন শুরু করেছিলেন নিজেদের স্বার্থসিদ্ধির জন্য। এক কথায় সেলফিশ মুভমেন্ট ছিল। চিকিৎসক তরুণীর খুন ধর্ষণের বিচার চেয়ে তো তাঁরা পথে নামেননি। যে সব দাবি নিয়ে ডাক্তাররা আন্দোলন শুরু করেন সেগুলো তো নিজে থেকেই হয়ে যেত। বিনীত গোয়েলও সরে যেতেন। তার জন্য এভাবে আন্দোলন করা অর্থহীন।’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: দলীয় বিধায়কের ‘বেফাঁস’ মন্তব্যে রীতিমতো অস্বস্তিতে বঙ্গ পদ্ম শিবির।‌ আরজি কর ইস্যুতে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি শেষ হওয়ার পরেই তাঁদের আন্দোলনকে তোপ দাগলেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা। সংবাদমাধ্যমকে দিন্দা বলেন, ‘‘ডাক্তাররা তো আন্দোলন শুরু করেছিলেন নিজেদের স্বার্থসিদ্ধির জন্য। এক কথায় সেলফিশ মুভমেন্ট ছিল। চিকিৎসক তরুণীর খুন ধর্ষণের বিচার চেয়ে তো তাঁরা পথে নামেননি। যে সব দাবি নিয়ে ডাক্তাররা আন্দোলন শুরু করেন সেগুলো তো নিজে থেকেই হয়ে যেত। বিনীত গোয়েলও সরে যেতেন। তার জন্য এভাবে আন্দোলন করা অর্থহীন।’’
জুনিয়র ডাক্তারদের আন্দোলন ‘সেলফিশ’! বেফাঁস বিজেপি বিধায়ক, কী বললেন শমীক?
জুনিয়র ডাক্তারদের আন্দোলন ‘সেলফিশ’! বেফাঁস বিজেপি বিধায়ক, কী বললেন শমীক?
advertisement

আরও পড়ুন- পুলিশের ‘না’! সুকান্ত- শুভেন্দুর নেতৃত্বে বুধবার ‘হাজরা চলো’ কর্মসূচি ঘিরে অনিশ্চয়তা, আদালতের দ্বারস্থ বিজেপি

জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে বিস্ফোরক মন্তব্য করায় দলীয় বিধায়ক অশোক দিন্দাকে নিয়ে অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। বিজেপি বিধায়কের এও দাবি, ‘‘আসলে নিজেদের স্বার্থ পূরণ করতেই আন্দোলন শুরু করেন জুনিয়র ডাক্তাররা। আরজি কর কাণ্ডের বিচার চেয়ে মোটেই তাঁরা পথে নামেননি।’’ বলা বাহুল্য, আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে কলকাতা-সহ দেশজুড়ে ব্যাপক আন্দোলনে নামেন ডাক্তাররা। আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে বিদেশেও। ৪২ দিন ধরে কর্মবিরতি পালন করেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারীদের চাপে বেশ কিছু দাবি দাওয়া মেনেও নিয়েছে সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বৈঠক করেন আন্দোলনকারী চিকিৎসকরা। সিজিও কমপ্লেক্স অভিযানের মাধ্যমে সল্টলেকের স্বাস্থ্য ভবন চত্বর থেকে আন্দোলন থেকে সরে আসার কয়েকদিন কাটতে না কাটতেই বিজেপির তারকা বিধায়ক অশোক দিন্দার নিশানায় জুনিয়র ডাক্তাররা।‌

advertisement

আরও পড়ুন- সৌন্দর্য আর সমাজসেবাকে মিলিয়েছেন এক খাতে, Miss India Worldwide ধ্রুবি প্যাটেলের জীবন এক উজ্জ্বল অনুপ্রেরণা

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

যদিও দলীয় বিধায়কের এই ধরনের ‘বেফাঁস’ মন্তব্য প্রসঙ্গে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘উনি কি বলেছেন আমার জানা নেই। জুনিয়র ডাক্তারদের ৫ দফা দাবি নিয়ে‌ যে আন্দোলন তাদের নিজস্ব কিছু দাবি থাকবেই।‌ আমরা এই আন্দলোনকে যেমন সমর্থন জানিয়েছি তেমনি সহযোগিতাও করেছি।‌ আমাদের দফা একটাই, তৃণমূলের বিসর্জন। আমি জানি না অশোক দিন্দা কোন পরিপ্রেক্ষিতে এই ধরনের মন্তব্য করেছেন। ‌তবে যে কোনও নাগরিকের ব্যক্তিগত মতামত থাকতেই পারে।’’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Samik Bhattacharya-Ashok Dinda: অস্বস্তি পদ্মে! জুনিয়র ডাক্তারদের আন্দোলন ‘সেলফিশ’! বেফাঁস বিজেপি বিধায়ক, কী বললেন শমীক?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল