TRENDING:

West Bengal BJP: পদ্মের অভিযানে নববধূ! শমীকের হাত ধরে নয়া চমক বিয়ে বাড়িতে

Last Updated:

কামারহাটিতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। সেখানেই শনিবার নিমন্ত্রণে গিয়ে নববধূ রাখি রায়কে মিসড কল-এর মাধ্যমে বিজেপির সদস্যপদ গ্রহণ করালেন রাজ্যসভার সাংসদ তথা বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: নববধূর জীবনের নয়া ইনিংসে নয়া চমক। ব্যতিক্রমী ছবি বিয়ে বাড়িতে। বাজছে সানাই। ফুল দিয়ে সাজানো মঞ্চ। বিয়ে বাড়িতে আমন্ত্রিতরাও আসছেন একে একে। চলছে উপহার দেওয়ার পালা। এরই মাঝে শমীক ভট্টাচার্যের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন নববধূ। কামারহাটিতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। সেখানেই শনিবার নিমন্ত্রণে গিয়ে নববধূ রাখি রায়কে মিসড কল-এর মাধ্যমে বিজেপির সদস্যপদ গ্রহণ করালেন রাজ্যসভার সাংসদ তথা বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য।
শমীক ভট্টাচার্যের হাত ধরে নয়া চমক বিয়ে বাড়িতে
শমীক ভট্টাচার্যের হাত ধরে নয়া চমক বিয়ে বাড়িতে
advertisement

আরও পড়ুন-দুপুরের খাবার খেয়ে ক্লাস নিতে ছুটেছিলেন, আচমকাই লুটিয়ে পড়লেন ক্লাসের মধ্যে; হাসপাতালে যাওয়ার পর যা জানা গেল…

শমীকের কথায়, ‘‘আমাদের লক্ষ্য বাংলার প্রতিটি ভোটারকে বিজেপির সদস্য করা। বিজেপির সদস্য হতে অনেকেই আগ্রহ দেখাচ্ছেন। সেরকমই একজন রাখি। নববধূর ইচ্ছেতেই তাঁকে সদস্য করা হয়েছে।’’

advertisement

সম্প্রতি বঙ্গ সফরে এসে বাংলা থেকে এক কোটি সদস্য করার টার্গেট দিয়ে গিয়েছেন অমিত শাহ। সেই টার্গেট পূরণের লক্ষ্যে রাজ্য জুড়ে শুরু হয়েছে সদস্যতা অভিযান। তারই অঙ্গ হিসেবে এবার শমীক ভট্টাচার্য বিজেপির সদস্য করলেন এক নববধূকে। ‌বলা বাহুল্য, পাখির চোখ ২৬-এর বিধানসভা ভোট। লক্ষ্য ১ কোটি সদস্য করা। সীমিত সময়ের মধ্যে শাহী টার্গেট পূরণে বঙ্গ বিজেপির কার্যত ‘ঘুম’ ছুটেছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে রাজ্যজুড়ে এক কোটির টার্গেট পূরণে সদস্য সংগ্রহ অভিযানে জোর দিয়েছে বঙ্গ পদ্ম শিবির। অমিত শাহের হাত ধরে এ রাজ্যে বিজেপির সদস্যতা অভিযানের সূচনা হয়।

advertisement

আরও পড়ুন– বিয়ে করে গ্রামে ফিরে নববধূদের নিয়ে সটান থানায় হাজির দুই যুবক, চমকে গিয়েছিলেন পুলিশ অফিসারেরাও, তারপর যা জানা গেল…

গত মাসের ২৭ তারিখ বঙ্গ সফরে এসে সাংগঠনিক বৈঠকে নেতৃত্বকে এক কোটি সদস্য করার টার্গেট বেঁধে দিয়ে গিয়েছেন শাহ। এখনও পর্যন্ত সে অর্থে সদস্য সংগ্রহের ক্ষেত্রে বিরাট কোনও সংখ্যায় পৌঁছতে পারেনি বঙ্গ পদ্ম শিবির বলেই খবর। এই পরিস্থিতিতে প্রতিদিনই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এক কোটি সদস্য করার লক্ষ্য পূরণে মরিয়া পদ্ম শিবির। তারই অঙ্গ হিসেবে শনিবার কামারহাটিতে একটি বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে গিয়ে নববধূ রাখি রায়কে মিসড কল- এর মাধ্যমে দলের সদস্য করালেন বিজেপির রাজ্য সভার সাংসদ তথা এ রাজ্যের সদস্যতা অভিযানের দায়িত্বপ্রাপ্ত পদ্ম নেতা শমীক ভট্টাচার্য।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal BJP: পদ্মের অভিযানে নববধূ! শমীকের হাত ধরে নয়া চমক বিয়ে বাড়িতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল