শমীকের কথায়, ‘‘আমাদের লক্ষ্য বাংলার প্রতিটি ভোটারকে বিজেপির সদস্য করা। বিজেপির সদস্য হতে অনেকেই আগ্রহ দেখাচ্ছেন। সেরকমই একজন রাখি। নববধূর ইচ্ছেতেই তাঁকে সদস্য করা হয়েছে।’’
advertisement
সম্প্রতি বঙ্গ সফরে এসে বাংলা থেকে এক কোটি সদস্য করার টার্গেট দিয়ে গিয়েছেন অমিত শাহ। সেই টার্গেট পূরণের লক্ষ্যে রাজ্য জুড়ে শুরু হয়েছে সদস্যতা অভিযান। তারই অঙ্গ হিসেবে এবার শমীক ভট্টাচার্য বিজেপির সদস্য করলেন এক নববধূকে। বলা বাহুল্য, পাখির চোখ ২৬-এর বিধানসভা ভোট। লক্ষ্য ১ কোটি সদস্য করা। সীমিত সময়ের মধ্যে শাহী টার্গেট পূরণে বঙ্গ বিজেপির কার্যত ‘ঘুম’ ছুটেছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে রাজ্যজুড়ে এক কোটির টার্গেট পূরণে সদস্য সংগ্রহ অভিযানে জোর দিয়েছে বঙ্গ পদ্ম শিবির। অমিত শাহের হাত ধরে এ রাজ্যে বিজেপির সদস্যতা অভিযানের সূচনা হয়।
গত মাসের ২৭ তারিখ বঙ্গ সফরে এসে সাংগঠনিক বৈঠকে নেতৃত্বকে এক কোটি সদস্য করার টার্গেট বেঁধে দিয়ে গিয়েছেন শাহ। এখনও পর্যন্ত সে অর্থে সদস্য সংগ্রহের ক্ষেত্রে বিরাট কোনও সংখ্যায় পৌঁছতে পারেনি বঙ্গ পদ্ম শিবির বলেই খবর। এই পরিস্থিতিতে প্রতিদিনই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এক কোটি সদস্য করার লক্ষ্য পূরণে মরিয়া পদ্ম শিবির। তারই অঙ্গ হিসেবে শনিবার কামারহাটিতে একটি বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে গিয়ে নববধূ রাখি রায়কে মিসড কল- এর মাধ্যমে দলের সদস্য করালেন বিজেপির রাজ্য সভার সাংসদ তথা এ রাজ্যের সদস্যতা অভিযানের দায়িত্বপ্রাপ্ত পদ্ম নেতা শমীক ভট্টাচার্য।