পুলিশ সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় এসডিএফ মোড় থেকে কলেজ মোড়ের দিকে যাওয়ার সময় জাপানি গেট টু সল্টলেক রুটের দুটি বাস রেষারেষি করছিল। অভিযোগ, ওয়েবেল মোড়ে আসতেই একটি বাস আরেকটি বাসকে ‘চেপে’ দেয়। যার ফলে বাসটি ডিভাইডারে ধাক্কা মারে। যদিও এই দুর্ঘটনায় কেউ আহত হয়নি। তবে ব্যস্ত সন্ধ্যায় যানজটের সৃষ্টি হয় রাস্তায়। পরে পুলিশ এসে বাস দুটিকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
advertisement
সল্টলেকে বাসের রেষারেষির ঘটনা নতুন নয়। গত বছর নভেম্বর মাসে সল্টলেকে দু’টি বাসের রেষারেষিতে মৃত্যু হয় চতুর্থ শ্রেণির এক ছাত্রের। মায়ের সঙ্গে স্কুল থেকে স্কুটিতে চেপে ফিরছিল শিশুটি। সল্টলেকের ২ নম্বর গেটের সামনে সল্টলেক-হাওড়া রুটের বাসের ধাক্কায় স্কুটি থেকে পড়ে যায় সে। শিশুটিকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার মৃত্যু হয়। দুর্ঘটনার জেরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়েরা। অবরোধকারীদের সঙ্গে দফায় দফায় কথাবার্তা বলে পুলিশ। শেষ পর্যন্ত অবরোধ প্রত্যাহার করেন স্থানীয়েরা। এর আগে বেহালা, বাঁশদ্রোণীতে প্রাণ হারিয়েছিল দুই স্কুলপড়ুয়া।
