সূত্রের খবর, সল্টলেক নিকোপার্কে সাতজনের একটি দল এসেছিল বুধবার। ছিলেন চারজন যুবক এবং তিনজন তরুণী। সূত্রের খবর, এঁরা প্রত্যেকেই কলেজ পড়ুয়া। যে সময় ওয়াটার পার্কে ঝর্ণার জল পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন এক যুবক। তারপরেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয়েছে বলে জানানো হয়। গোটা ঘটনা তদন্ত করে দেখছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
advertisement
শহরের জনপ্রিয় ওয়াটার পার্ক নিকোপার্ক। সল্টলেক সেক্টর ফাইভের এই পার্কে গেলেই দেখা যাবে জমজমাট ভিড়। পার্কে আসা মানুষদের আরও আনন্দ দিতে কর্তৃপক্ষের তরফ থেকে নতুন রাইড লঞ্চ করা হয়। শিশু থেকে যুবক, সকলেরই প্রিয় জায়গা।
আরও পড়ুন: ডিভিসির জলে বন্যার আশঙ্কা বাংলার ৪ জেলায়! ফের ডিভিসিকে কড়া ইমেইল ক্ষুব্ধ নবান্নের
মৃত যুবকের নাম রাহুল। তিনি উল্টোডাঙার বাসিন্দা। এর আগে ২০১২ সালেও জয়রাইড দুর্ঘটনা ঘটেছিল। সম্পূর্ণ ঘটনার তদন্ত চলছে।