TRENDING:

Salt Lake: অভুক্ত পথ কুকুরদের মুখে তুলে দিতেন খাবার, তাকে কেন পিটিয়ে খুন? অভিযুক্ত ‘ড্রাইভার’ গ্রেফতার হতেই ‘ফাঁস আসল কারণ’! সল্টলেক খুনে বড় মোড়

Last Updated:

Salt Lake: পিটিয়ে খুন করা হয়েছে তার বাবাকে। গৌতম প্রামাণিক খুনে এমনটাই অভিযোগ আনেন ছেলে বাবিন প্রামাণিক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সল্টলেক: পিটিয়ে খুন করা হয়েছে তার বাবাকে। গৌতম প্রামাণিক খুনে এমনটাই অভিযোগ আনেন ছেলে বাবিন প্রামাণিক। সল্টলেকের ভিআইপির বাসিন্দা গৌতম প্রামাণিক খুনের ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার মৃতদেহের ময়নাতদন্ত হল এসএসকেএম হাসপাতালে।
অভুক্ত পথ কুকুরদের মুখে তুলে দিতেন খাবার, তাকে কেন পিটিয়ে খুন? অভিযুক্ত ‘ড্রাইভার’ গ্রেফতার হতেই ‘ফাঁস আসল কারণ’! সল্টলেক খুনে বড় মোড়  প্রতীকী ছবি
অভুক্ত পথ কুকুরদের মুখে তুলে দিতেন খাবার, তাকে কেন পিটিয়ে খুন? অভিযুক্ত ‘ড্রাইভার’ গ্রেফতার হতেই ‘ফাঁস আসল কারণ’! সল্টলেক খুনে বড় মোড় প্রতীকী ছবি
advertisement

সূত্রের খবর, গৌতম প্রামণিক সায়েন্সসিটি থেকে মুকুন্দপুর পর্যন্ত কুকুরকে খাবার দেবার কাজ করতেন। সল্টলেক সেকটর থ্রীর একটি এনজিও থেকে রোজ খাবার আনতেন। ১১ তারিখ রাত ১০ টার দিকে এনজিওর মালিক বলাকা বিশ্বাসের থেকে রোজদিনের খাবার আনতে গেলে তাকে কেউ বা কারা মারধর করে বলে অভিযোগ ছেলের।

আরও পড়ুন: ‘রাজার মুকুট পরে ফাইটার জেট ওড়াচ্ছেন ট্রাম্প’! তুমুল বিক্ষোভে সিংহাসন টলমল হতেই বিস্ফোরক প্রতিক্রিয়া মার্কিন প্রেসিডেন্টের

advertisement

বিধাননগর সাউথ থানায় অভিযোগ দায়ের করে গৌতম প্রামাণিকের ছেলে বাবিন৷ বাবিনের সন্দেহ ওই এনজিও মালিকের ড্রাইভার শাহ আব্দুল কবীরই তার বাবাকে খুন করেছে। কারণ বাবিনের দাবি প্রায়শই নাকি গৌতম প্রামাণিকের থেকে টাকা ধার চাইত অভিযুক্ত কবির।

আরও পড়ুন: ধনতেরাসের দিনেই মহাগোচর! ৩ রাশির বৃহস্পতি তুঙ্গে, কুবেরের কৃপায় কপালে শুরু হবে ধনবর্ষা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শুধু কালী নন, হয় দশ মহাবিদ্যার পুজোও! আসানসোলের 'এই' মন্দিরে দুটি ধূপকাঠি দিলেই...! জানুন
আরও দেখুন

এমনকি এনজিও মালিক যে পরিমাণ খাবার কুকুরের জন্য দিত তা পুরোপুরি কবির গৌতমকে দিত না৷ কবীরের সঙ্গে আরও তিন জন ছিল ১১ তারিখ রাতে বলে গৌতম প্রামাণিকের ছেলে বাবিন প্রামাণিকের অভিযোগ৷ প্রসঙ্গত, মৃত‍্যু ঠিক কীভাবে হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট আরও ভালভাবে বোঝা যাবে বলেই জানাচ্ছেন তদন্তকারী কর্তারা।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Salt Lake: অভুক্ত পথ কুকুরদের মুখে তুলে দিতেন খাবার, তাকে কেন পিটিয়ে খুন? অভিযুক্ত ‘ড্রাইভার’ গ্রেফতার হতেই ‘ফাঁস আসল কারণ’! সল্টলেক খুনে বড় মোড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল