সূত্রের খবর, গৌতম প্রামণিক সায়েন্সসিটি থেকে মুকুন্দপুর পর্যন্ত কুকুরকে খাবার দেবার কাজ করতেন। সল্টলেক সেকটর থ্রীর একটি এনজিও থেকে রোজ খাবার আনতেন। ১১ তারিখ রাত ১০ টার দিকে এনজিওর মালিক বলাকা বিশ্বাসের থেকে রোজদিনের খাবার আনতে গেলে তাকে কেউ বা কারা মারধর করে বলে অভিযোগ ছেলের।
advertisement
বিধাননগর সাউথ থানায় অভিযোগ দায়ের করে গৌতম প্রামাণিকের ছেলে বাবিন৷ বাবিনের সন্দেহ ওই এনজিও মালিকের ড্রাইভার শাহ আব্দুল কবীরই তার বাবাকে খুন করেছে। কারণ বাবিনের দাবি প্রায়শই নাকি গৌতম প্রামাণিকের থেকে টাকা ধার চাইত অভিযুক্ত কবির।
আরও পড়ুন: ধনতেরাসের দিনেই মহাগোচর! ৩ রাশির বৃহস্পতি তুঙ্গে, কুবেরের কৃপায় কপালে শুরু হবে ধনবর্ষা
এমনকি এনজিও মালিক যে পরিমাণ খাবার কুকুরের জন্য দিত তা পুরোপুরি কবির গৌতমকে দিত না৷ কবীরের সঙ্গে আরও তিন জন ছিল ১১ তারিখ রাতে বলে গৌতম প্রামাণিকের ছেলে বাবিন প্রামাণিকের অভিযোগ৷ প্রসঙ্গত, মৃত্যু ঠিক কীভাবে হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট আরও ভালভাবে বোঝা যাবে বলেই জানাচ্ছেন তদন্তকারী কর্তারা।