TRENDING:

Sajjan Jindal: 'লাখ বছরে দিদির মতো নেতা পাওয়া যায়', ভূয়সী প্রশংসা সজ্জন জিন্দলের! বাংলার জন্যও বড় ঘোষণা

Last Updated:

Sajjan Jindal: শালবনির এই বিদ্যুৎ প্রকল্পটি রাজ্যের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আরও মসৃণ ও উন্নত করবে, যা রাজ্যের শিল্প এবং অন্যান্য ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শালবনি: শালবনিতে জিন্দলদের তাপবিদ্যুৎকেন্দ্রের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সজ্জন জিন্দল। সঙ্গে হাজির সৌরভ গঙ্গোপাধ্যায়ও। শিলান্যাস হল ২০০০ একরের শিল্প পার্কেরও। আর সেই অনুষ্ঠান থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন সজ্জন জিন্দল। বলেন, ”লাখ বছরের মধ্যে দিদির মতো নেতা পাওয়া যায়। গরিবদের জন্য দিদির সবসময় ভাবনা থাকে।”
মমতার প্রশংসায় জিন্দল
মমতার প্রশংসায় জিন্দল
advertisement

শালবনির এই বিদ্যুৎ প্রকল্পটি রাজ্যের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আরও মসৃণ ও উন্নত করবে, যা রাজ্যের শিল্প এবং অন্যান্য ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে। শিল্পপতি সজ্জন জিন্দল তাঁর সংস্থার মাধ্যমে এই প্রকল্পের উদ্যোগ নিয়েছেন এবং এই উদ্যোগের অংশ হিসেবে রাজ্যেও আরও কিছু নতুন শিল্প প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। সজ্জন জিন্দল চলতি বছর বিশ্ব বাণিজ্য সম্মেলনে জানিয়েছিলেন, তিনি বাংলায় আরও শিল্প গড়বেন। তারই ফলস্বরূপ, শালবনিতে এই বিদ্যুৎ কারখানা স্থাপন করা হচ্ছে।

advertisement

আরও পড়ুন: ‘কী উদ্দেশ্যে এই মামলা করেছেন?’, মুর্শিদাবাদ নিয়ে মামলা করতেই সুপ্রিম কোর্টের প্রবল ভর্ৎসনা! এরপরেই যা করলেন আইনজীবী…

এদিনের শিলান্যাস অনুষ্ঠান থেকে জিন্দল বলেন, ”আজ এখানে এসে দিদির সঙ্গে সময় কাটিয়ে বেশ ভাল লাগলো। দিদির সঙ্গে ১৫ মিনিট কথা বললাম। যেমন ভাবে মা, পরিবারের সঙ্গে কথা বলি, তেমন ভাবেই মনে হল দিদির সঙ্গে কথা বলছি। দিদিকে ছেড়ে যেতে ইচ্ছা করে না।”

advertisement

জিন্দলের সংযোজন, ”১০ বছর বাদে শালবনি এলাম, এত উন্নয়ন হয়েছে, এই উন্নয়নই গোটা দেশে হওয়া উচিত। আমার ছেলে গ্রামে গ্রামে ছেলেমেয়েদের সঙ্গে ফুটবল খেলে। আমরা এখানে পরিবারের মতো থাকতে চাই। আপনাদের জমিতে ফ্যাক্টরি হয়েছে। তাই আপনারা সবাই বেনিফিট পাবেন। এখানে যত কাজ হবে আপনারা সবাই তার সুবিধা ভোগ করবেন। এটা আমি নিশ্চিত করছি। দিদিও তা বলেছে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এরপরই কারখানা নিয়ে বলতে গিয়ে সজ্জন জিন্দল বলেন, ”শালবনি এত সুন্দর জায়গা, ১৬০০ মেগাওয়াটের পাওয়ার প্লান্ট হবে এখানে। হাই টেকনোলজির পাওয়ার প্লান্ট হবে। কোনও দূষণ হবে না। রাজ্যের আরও বিদ্যুত লাগবে, দিদি বলছিল ২ কোটি মানুষের বিদ্যুৎ লাগবে। যত জমি আছে এখানে, তাতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে। কেউ যদি এখানে ইন্ডাস্ট্রিয়াল পার্ক করতে চান, করতে পারেন। গত ১০-১৫ বছর ধরে দ্রুত উন্নয়ন হচ্ছে এ রাজ্যে। পশ্চিমবঙ্গ পূর্ব ভারতের ক্যাপিটাল। পশ্চিমবঙ্গের উন্নতি হলে গোটা দেশের উন্নতি হবে।”

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Sajjan Jindal: 'লাখ বছরে দিদির মতো নেতা পাওয়া যায়', ভূয়সী প্রশংসা সজ্জন জিন্দলের! বাংলার জন্যও বড় ঘোষণা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল