আরও পড়ুন
সোমনাথ চট্টোপাধ্যায়: CPI(M) নন, শেষদিন পর্যন্ত ‘বামপন্থী’
গত কয়েকদিন ধরেই কিডনির সমস্যা ও প্রবল শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি ছিলেন হাসপাতালে ৷ শনিবারই ভেন্টিলেশনে দেওয়া হয় তাঁকে ৷ গত ২৪ ঘণ্টায় ক্রমাগত শারিরীক অবস্থার অবনতি হতে থাকে তাঁর ৷ আশঙ্কাজনক হারে রক্তে কমতে থাকে অক্সিজেনের পরিমাণ ৷ চিকিৎসকেরা জানিয়েছেন, শ্বাসকষ্ট ও ডায়ালিসিসের ধকল আর নিতে পারছিল সোমনাথ চট্টোপাধ্যায়ের শরীর ৷ হাসপাতাল সূত্রে খবর, এদিন সকালে আরও একবার হৃদরোগে আক্রান্ত হন তিনি ৷ ৮:১৫ নাগাদ জীবনাবসান হয় এই প্রবীণ রাজনীতিবিদের ৷
advertisement
১৯৬৮ সালে সিপিএমে যোগ দেন তিনি ৷ ১৯৭১ সালে প্রথমবার লোকসভার সাংসদ হন ৷ সিপিআইএমের হয়ে ১০ বার লোকসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি ৷
২০০৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হন সোমনাথ চট্টোপাধ্যায় ৷ দলের নির্দেশ সত্ত্বেও স্পিকার পদ না ছাড়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই বছরের ২৩ জুলাই তাঁকে দল থেকে বহিষ্কার করে সিপিআইএম। মনে প্রাণে বাম রাজনীতিতে বিশ্বাসী সোমনাথবাবুর জন্য সেই দিনটি ছিল- ‘স্যাডেস্ট ডে অব মাই লাইফ’।
সোমনাথ চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে শোক জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।