TRENDING:

সচিনের হাত থেকে পাওয়া উপহারই মোটিভেশন পঙ্কজের

Last Updated:

ক্লাব ক্রিকেটে রেকর্ড চারশো করার পরের দিন সচিন-সৌরভে মজে পঙ্কজ সাউ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  ক্লাব ক্রিকেটে রেকর্ড চারশো করার পরের দিন সচিন-সৌরভে মজে পঙ্কজ সাউ। প্রিয় ক্রিকেটার সচিনের হাত থেকে পাওয়া উপহার পঙ্কজের মোটিভেশন। মরশুমের মাঝে সৌরভের টিপসে বদলে ফেলেছেন নিজের ব্যাটিং স্টাইল। রেল ছেড়ে আসায় পঙ্কজকে নতুন চাকরির আশ্বাস দিয়েছেন সিএবি প্রেসিডেন্ট।
advertisement

রবিবার ম্যাচ শেষ হওয়ায় সোমবার ক্লাবের অনুশীলন বন্ধ। তবে নিজের অনুশীলনে খামতি নেই ময়দানের নতুন তারকা পঙ্কজ সাউয়ের। বাড়ির সামনের মাঠে ছোটদের সঙ্গে ক্রিকেটে মজলেন রাজারহাট কালীপার্কের বাসিন্দা। কলকাতা ক্লাব ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৪০০ করে রাতারাতি সেলিব্রিটি হয়ে উঠেছেন পঙ্কজ। একের পর এক শুভেচ্ছার ফোন পাচ্ছেন। তার ফাঁকেই মা-বাবার সঙ্গে একান্ত মুহুর্ত কাটালেন বাংলার এই অলরাউন্ডার। ২০১২-১৩ মরশুমে একবার ইডেনে টিম ইন্ডিয়ার দ্বাদশ ব্যাক্তি হিসেবে কাটিয়েছিলেন একটি টেস্ট। প্রিয় ক্রিকেটার সচিনের হাত থেকে মিলেছিল উপহার। ব্যাট দিয়েছিলেন ধোনি। সচিনের দেওয়া গ্লাভস আর ধোনির ব্যাটই পঙ্কজের মোটিভেশন।

advertisement

সৌরভের ডাকে রেলের চাকরি ছেড়ে বড়িশায় যোগ দিয়েছেন। নতুন চাকরির আশ্বাস পেয়েছেন প্রিয় দাদির কাছ থেকে। চলতি মরশুমে বাংলার জার্সিতে মরশুমে সাফল্য পাননি। তবে মুম্বই ম্যাচের আগে সৌরভের কাছ থেকে মিলেছিল ভুলত্রুটি শুধরানোর সুযোগ। সেই সুযোগেই নিজেকে পাল্টে ফেলেছেন পঙ্কজ সাউ।

পঙ্কজকে ছোট থেকে হাতে করে তৈরি করেছেন উদয়ভানু বন্দ্যোপাধ্যায়। ছাত্রের সাফল্যে তাই উচ্ছ্বসিত তিনি। পঙ্কজের জীবনযুদ্ধের লড়াইয়ের কাহিনী শোনা গেল উদয় বাবুর গলায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ঈরণ রায় বর্মনের রিপোর্ট

বাংলা খবর/ খবর/কলকাতা/
সচিনের হাত থেকে পাওয়া উপহারই মোটিভেশন পঙ্কজের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল