TRENDING:

Sabyasachi Dutta: সব্যসাচীর গলায় 'অন্য' সুর? এ কী বললেন 'তৃণমূল নেতা'! বিস্ফোরক মন্তব্যে বাংলাজুড়ে শোরগোল

Last Updated:

Sabyasachi Dutta: পঞ্চায়েত ভোটের আগে এবার ভাঙড়ে বিস্ফোরক মন্তব্য সব্যসাচী দত্তের। ভাঙড়ে অশান্তির জন্য রাজ্য সরকারের পুলিশকেই দুষলেন সব্যসাচী। মনোনয়ন জমা দেওয়া নিয়ে ISF ও TMC র সংঘর্ষ নিয়ে এদিন মুখ খোলেন সব্যসাচী দত্ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভাঙড়: পঞ্চায়েত ভোটের আগে এবার ভাঙড়ে বিস্ফোরক মন্তব্য সব্যসাচী দত্তের। ভাঙড়ে অশান্তির জন্য রাজ্য সরকারের পুলিশকেই দুষলেন সব্যসাচী। মনোনয়ন জমা দেওয়া নিয়ে ISF ও TMC র সংঘর্ষ নিয়ে এদিন মুখ খোলেন সব্যসাচী দত্ত। আর তাঁর মন্তব্য ঘিরেই বাংলায় ত্রিস্তরীয় নির্বাচনের মুখে জোর গুঞ্জন রাজ্য রাজনীতিতে।
সব্যসাচী দত্ত
File Photo
সব্যসাচী দত্ত File Photo
advertisement

প্রসঙ্গত, সপ্তাহ খানেক আগে মনোনয়ন দাখিল করা নিয়ে তোলপাড় হয়ে ওঠে ভাঙড়। দুই রাজনৈতিক দলের সংঘাতে উত্তপ্ত ভাঙড়ে বোমা-গুলি-রক্তারক্তি কাণ্ড চলে নাগাড়ে। সংঘর্ষের জেরে ভাঙড়ে ৩ জনের মৃত্যু পর্যন্ত হয়ে যায়।

আরও পড়ুন: অনুব্রত গড়ে কেষ্ট ‘ক্যারিশমা’! হাজারেরও বেশি আসনে জয়! তোলপাড় ফেলে দিল বীরভূম তৃণমূল

এরপরে আজ ভাঙড়ে প্রথম নির্বাচনী সভা ছিল তৃণমূলের। সেই=খানেই সব্যসাচীর মন্তব্য ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে রাজনৈতিক মহলে। বস্তুত, মনোনয়ন পর্বে অশান্তির জন্য পুলিশকেই দায়ী করেছেন সদ্য ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত সব্যসাচী দত্ত। একদিকে যখন ভোটে আইন শৃঙ্খলা রক্ষা নিয়ে আজ বৃহস্পতিবারই পুলিশকে দরাজ সার্টিফিকেট দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি স্কটল্যান্ড ইয়াডের পুলিশের সঙ্গে তুলনা টানেন। ওদিকে আজই ভাঙড়ে অন্য সুর সব্যসাচীর গলায়।

advertisement

ভাঙড়ে প্রাক নির্বাচনী অশান্তির জন্য পুলিশকেই কার্যত কাঠগড়ায় তুলেছেন বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। প্রথম নির্বাচনী সভায় যোগ দিয়ে সব্যসাচী বলেন, “মনোনয়ন পর্বে ভাঙড়ের অশান্তির সময় কী করছিল পুলিশ। বহিরাগতদের খবর কেন ছিল না তাদের কাছে।”

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

উল্লেখ্য, ভাঙড় ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে এই সভায় এদিন উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা, ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম প্রমুখ। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল আইএসএফ সংঘর্ষে দফায় দফায় রণক্ষেত্র হয়ে ওঠে ভাঙড়। মৃতু্য হয়েছিল ৩ জনের। ঘটনার পর ভাঙড় পরিদর্শনে ছুটে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Sabyasachi Dutta: সব্যসাচীর গলায় 'অন্য' সুর? এ কী বললেন 'তৃণমূল নেতা'! বিস্ফোরক মন্তব্যে বাংলাজুড়ে শোরগোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল