TRENDING:

Saayoni Sayantika: বিধানসভায় সায়নী, সায়ন্তিকা! এতদিন 'পা' রাখেননি কেন...? ফাঁস করলেন 'আসল' কারণ!

Last Updated:

Saayoni Sayantika: লোকসভা নির্বাচনের দুর্দান্ত সবুজ ঝড়ের পাশাপাশি বিধানসভার দুই উপ নির্বাচনেও জয়ের ধারা অব্যাহত রেখেছে তৃণমূল শিবির। আর সেই দুই জয়ের দুই নতুন মুখের মধ্যে জ্বলজ্বল করছে দুই তারকা নাম, সায়নী ঘোষ ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দু'জনকেই দেখা গেল বিধানসভার অলিন্দে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: লোকসভা নির্বাচনের দুর্দান্ত সবুজ ঝড়ের পাশাপাশি বিধানসভার দুই উপ নির্বাচনেও জয়ের ধারা অব্যাহত রেখেছে তৃণমূল শিবির। আর সেই দুই জয়ের দুই নতুন মুখের মধ্যে জ্বলজ্বল করছে দুই তারকা নাম, সায়নী ঘোষ ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দু’জনকেই দেখা গেল বিধানসভার অলিন্দে।
বিধানসভায় সায়নী, সায়ন্তিকা
বিধানসভায় সায়নী, সায়ন্তিকা
advertisement

সদ্য সমাপ্ত নির্বাচনে সায়নী ঘোষ হলেন সাংসদ। সায়ন্তিকা বিধায়ক। দুই তারকা নেত্রীকেই বিধানসভার অধ্যক্ষ শুক্রবার আসতে বলেন। অন্যদিকে একইদিনে অধ্যক্ষের সঙ্গে দেখা করলেন অরুপ চক্রবর্তীও। তালডাংরার বিধায়ক ছিলেন অরূপ চক্রবর্তী। তিনি সাংসদ হলেন বাঁকুড়া থেকে। তিনিও দেখা করে গেলেন অধ্যক্ষের সাথে। শীঘ্রই বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন বলে জানান অরূপ চক্রবর্তী।

advertisement

আরও পড়ুন: বঙ্গোপসাগরে এগোচ্ছে মৌসুমী বায়ু…! ঝমঝমিয়ে বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গেও! ‘দিন-তারিখ’ জানিয়ে বড় সুখবর দিল আলিপুর

কিন্তু এতদিন অধ্যক্ষের তরফে বার বার আমন্ত্রণ থাকলেও কেন কখনই বিধানসভা-মুখো হননি সায়নী-সায়ন্তিকা? দুই নেত্রী প্রকাশ করলেন আসল কারণ। বাস্তবে দুজনকেই ২০২১ সালে বিধানসভা ভোটে টিকিট দিয়েছিল তৃণমূল কংগ্রেস। দুজনেই হেরে যান। তাই তাঁরা সিদ্ধান্ত নিয়েছিলেন না জিতলে এখানে আসবেন না। সেই মতো গত তিন বছরে একবারও পা রাখেননি বিধানসভার কক্ষে। এবার জয়ী হয়ে জনগণের প্রতিনিধি নির্বাচিত হয়েই পা রাখলেন সাদা বাড়িটিতে।

advertisement

লোকসভা নির্বাচনে ২৯ কেন্দ্রের জয় দিয়ে বিরাট চমক দিয়েছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। পাশাপাশি বাংলায় দুটি কেন্দ্রে উপনির্বাচন সংগঠিত হয় একইসঙ্গে। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা এবং বরানগর, দুটি কেন্দ্রেই সহজ জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা কেন্দ্রে সহজেই জিতে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী রেয়াত হোসেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অন্যদিকে দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বরানগরে কিছুটা হাড্ডাহাড্ডি লড়াই হয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপি প্রার্থীর। যদিও, শেষমেশ জয়ী হন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এরপরেই অধ্যক্ষের ডাকে এদিন বিধানসভায় প্রথম উপস্থিত হন সায়নী, সায়ন্তিকা।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Saayoni Sayantika: বিধানসভায় সায়নী, সায়ন্তিকা! এতদিন 'পা' রাখেননি কেন...? ফাঁস করলেন 'আসল' কারণ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল