এ বিষয়ে সায়নীর বাড়ির কেয়ারটেকার লাল্টু জানান, ‘ম্যাডাম নেই। সকালে গাড়ি নিয়ে বেরিয়েছেন। কোথায় যাচ্ছেন বলেননি। কখন আসবেন কেউ জানে না।’ প্রসঙ্গত, সায়নীর বেশ কয়েকটি ফ্ল্যাট আছে। সেগুলোর টাকা কোথা থেকে এল? আয়ের উৎস কী? কুন্তলের সঙ্গে কীভাবে যোগাযোগ? এই সব বিষয়ে ইডি তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায়।
আরও পড়ুন: বাড়ি-বাড়ি ঘুরছিলেন বাম প্রার্থী, আচমকা বিকট আওয়াজ! তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
advertisement
তাই শুক্রবার তাঁকে তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে। যদিও সায়নীর এই নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তিনি আসবেন না হাজিরা এড়াবেন, সেই দিকেই আপাতত সকলের নজর। সায়নী ঘোষ একদিকে তৃণমূলের নেত্রী, অন্যদিকে অভিনেত্রীও। টিভি সিরিয়াল থেকে সিনেমার অতি জনপ্রিয় মুখ সায়নী ঘোষ।
আরও পড়ুন: ভোররাতে হাওড়ার বহুতলে এ কী কাণ্ড, দলে-দলে রাস্তায় নেমে এল মানুষ! আঁতকে ওঠার মতো ঘটনা
নিয়োগ দুর্নীতি মামলায় সায়নীর কী ভূমিকা? সেই বিষয়েই জানতে চায় ইডি। বুধবার গল্ফগ্রিন এলাকায় সায়নী ঘোষের বাড়িতে গিয়ে দেখা মেলেনি সায়নী ঘোষের। দিনভর ফ্ল্যাটের সামনে অপেক্ষা করলেও দেখা মেলেনি তাঁর। ফেরেননি রাতেও। তাই সায়নীকে নিয়ে জল্পনা থামছে না কিছুতেই।