TRENDING:

Saayoni Ghosh: ইডির ডাক 'অতীত', দলের মঞ্চে আত্মবিশ্বাসী সায়নী ঘোষ! চলবেন অভিষেকের নির্দেশেই

Last Updated:

Saayoni Ghosh: সায়নী ঘোষের কথায়, 'বিজেপির ৯ বছরে কী পেয়েছে মানুষ! বড়লোকরা আরও বড়লোক হয়েছে, গরীব আরও গরীব। সব জিনিসের দাম মাত্রাতিরিক্তভাবে বাড়ছে।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। কলকাতার ধর্মতলায় প্রতিবারের মতো দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন তৃণমূলের। শহর কলকাতা ছাড়াও জেলাগুলি থেকে শহরে ভিড় টিএমসিপি কর্মীদের। ‘বাংলাজুড়ে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপনে গর্বিত, এটা নস্টালজিয়ায় ভরা!’ দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে এমনই ট্যুইট করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসে সম্প্রীতির বার্তা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। আর সেই মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন যুব তৃণমূলের নেত্রী সায়নী ঘোষ।
আত্মবিশ্বাসী সায়নী
আত্মবিশ্বাসী সায়নী
advertisement

সায়নীর কথায়, ‘বিজেপির ৯ বছরে কী পেয়েছে মানুষ! বড়লোকরা আরও বড়লোক হয়েছে, গরীব আরও গরীব। সব জিনিসের দাম মাত্রাতিরিক্তভাবে বাড়ছে। বিজেপি মুখে অখণ্ড ভারতের কথা বলে, এদিকে বাংলাকে ভাগ করার চক্রান্ত করছে। ২০২৪-এর নির্বাচনে বিজেপিকে একটি ভোটও দেবেন না। যে নরেন্দ্র মোদিকে মানুষ বিশ্বাস করে ভোট দিয়েছিলেন, তিনি শুধু বিভাজন ও ভেদাভেদিই করেছেন। দেশজুড়ে ঘৃণা ও বিদ্বেষের উৎপাদ হচ্ছে। এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়।’

advertisement

আরও পড়ুন: লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ, বাঁকুড়ায় সৌমিত্র খাঁ-র গাড়ির পিছনে ছুটল যুবকরা! তারপর…

সায়নীর সংযোজন, ‘২০২৪ সালে একটি বড় লড়াই হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে এগোতে হবে। বিরোধীরা যতই কুৎসা করুক, আমাদের প্রমাণ করে দিতে হবে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী আমরা এগোব। ছাত্র-যুবদের একসঙ্গে মাঠে নেমে লড়তে হবে। আমাদের দাবি র‌্যাগিংমুক্ত ক্যাম্পাস ও বিজেপি মুক্ত ভারত। আমাদের নেতা ও নেত্রীর লড়াই বৃথা যাবে না।’

advertisement

আরও পড়ুন: বারাসাতের বিস্ফোরণের রাতেই ফের বিস্ফোরণ! কেঁপে উঠল ভরতপুর, কে ছিল ওই দু’জন?

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

এদিন সকালেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটে লিখেছেন, ‘একজন প্রাক্তন ছাত্রনেতা হিসেবে, আমি বুঝতে পারি আমাদের জাতির গঠনে ছাত্র ও তরুণদের শক্তি কতটা। ছাত্র পরিষদের সব আবেগপ্রবণ তরুণদের অঙ্গীকার আমার হৃদয়কে উষ্ণ করে। একটি উজ্বল ভারতের জন্য আমরা একসঙ্গে গণতন্ত্রের মূল্যবোধ এবং অগ্রগতির ধারা অব্যাহত রাখব!’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Saayoni Ghosh: ইডির ডাক 'অতীত', দলের মঞ্চে আত্মবিশ্বাসী সায়নী ঘোষ! চলবেন অভিষেকের নির্দেশেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল