সায়নীর কথায়, ‘বিজেপির ৯ বছরে কী পেয়েছে মানুষ! বড়লোকরা আরও বড়লোক হয়েছে, গরীব আরও গরীব। সব জিনিসের দাম মাত্রাতিরিক্তভাবে বাড়ছে। বিজেপি মুখে অখণ্ড ভারতের কথা বলে, এদিকে বাংলাকে ভাগ করার চক্রান্ত করছে। ২০২৪-এর নির্বাচনে বিজেপিকে একটি ভোটও দেবেন না। যে নরেন্দ্র মোদিকে মানুষ বিশ্বাস করে ভোট দিয়েছিলেন, তিনি শুধু বিভাজন ও ভেদাভেদিই করেছেন। দেশজুড়ে ঘৃণা ও বিদ্বেষের উৎপাদ হচ্ছে। এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়।’
advertisement
আরও পড়ুন: লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ, বাঁকুড়ায় সৌমিত্র খাঁ-র গাড়ির পিছনে ছুটল যুবকরা! তারপর…
সায়নীর সংযোজন, ‘২০২৪ সালে একটি বড় লড়াই হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে এগোতে হবে। বিরোধীরা যতই কুৎসা করুক, আমাদের প্রমাণ করে দিতে হবে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী আমরা এগোব। ছাত্র-যুবদের একসঙ্গে মাঠে নেমে লড়তে হবে। আমাদের দাবি র্যাগিংমুক্ত ক্যাম্পাস ও বিজেপি মুক্ত ভারত। আমাদের নেতা ও নেত্রীর লড়াই বৃথা যাবে না।’
আরও পড়ুন: বারাসাতের বিস্ফোরণের রাতেই ফের বিস্ফোরণ! কেঁপে উঠল ভরতপুর, কে ছিল ওই দু’জন?
এদিন সকালেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটে লিখেছেন, ‘একজন প্রাক্তন ছাত্রনেতা হিসেবে, আমি বুঝতে পারি আমাদের জাতির গঠনে ছাত্র ও তরুণদের শক্তি কতটা। ছাত্র পরিষদের সব আবেগপ্রবণ তরুণদের অঙ্গীকার আমার হৃদয়কে উষ্ণ করে। একটি উজ্বল ভারতের জন্য আমরা একসঙ্গে গণতন্ত্রের মূল্যবোধ এবং অগ্রগতির ধারা অব্যাহত রাখব!’