নিজের ওয়ার্ডে আজ, সোমবার বসন্ত উৎসবের সাত সকালে হাজির হন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ৷ নাচে গানে স্থানীয়দের মধ্যে মিশে গিয়ে বসন্ত উৎসব উপভোগ করলেন তিনি।
এদিকে ভোটের প্রচারেও গালে সবুজ আবির লাগিয়ে ইঙ্গিত পূর্ণ বার্তা সায়নীর। শুধু যাদবপুর নয়, গোটা রাজ্যজুড়ে এবারের নির্বাচনে উড়বে সবুজ আবির, এমনটাই দাবি তাঁর। নিজের পরিবার বন্ধু-বান্ধবের সঙ্গে আজকে সারাদিন কাটাবেন।
advertisement
আরও পড়ুন– রাশিফল ২৫ মার্চ; দেখে নিন কেমন যাবে আজ দোলযাত্রার দিন
যাদবপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। হুডখোলা লাল গাড়ি করে রবিবার ছুটির দিনে প্রচারে বের হয়েছিলেন তিনি। একদিকে অভিনেত্রী আর অন্যদিকে তিনিই তৃণমূলের প্রার্থী। এদিন তাঁর সঙ্গে ছিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। স্থানীয় মহিলা তৃণমূলের কর্মীরা সায়নী ঘোষকে বরণ করে নেন।