সূত্রের খবর, সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে এদিন উপস্থিত রয়েছেন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তকারী অফিসারেরা। এছাড়াও ইডি-র একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসারও জিজ্ঞাসাবাদ পর্বে থাকছেন। সায়নীর বয়ান রেকর্ড করা হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: অবশেষে ইডি দফতরে হাজিরা সায়নী ঘোষের, পৌঁছেই কী বললেন যুবনেত্রী?
সায়নীর কাছ থেকে কী কী জানতে চায় ইডি?
advertisement
১. কুন্তল ঘোষকে চিনতেন?
২. কুন্তল ঘোষের সঙ্গে কতদিনের পরিচয়?
৩.কীভাবে চিনতেন কুন্তলকে?
৪. কুন্তল যে দুর্নীতির সঙ্গে জড়িত, জানতেন সে কথা?
৫. যুবনেত্রী হিসেবে কুন্তলের বিরুদ্ধে কখনও কোনও ব্যবস্থা নিয়েছিলেন?
৬. কুন্তলের জীবনযাত্রা, আর্থিক বৃদ্ধি নিয়ে সন্দেহ হয়নি কখনও?
৭. কুন্তল ঘোষ টলিউটে ভিডিও অ্যালবাম বানিয়েছিলেন। বিনোদন জগতে যে কুন্তলের বিনিয়োগ আছে, জানতেন সেটা?
৮. কুন্তল ঘোষ কি আপনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন?
৯. রাজনীতির বাইরে কুন্তলকে চিনতেন?
আরও পড়ুন: ‘ম্যাডাম’ নেই, কোথায় গেলেন সায়নী ঘোষ? ইডির ডাক আসতেই চমকে ওঠা তথ্য দিলেন কেয়ারটেকার
সায়নীর সঙ্গে কুন্তলের হোয়াটসঅ্যাপের কথোপকথন দেখিয়ে ব্যাখ্যা চাইতে পারে ইডি। শুধু তাই নয়, কুন্তলের সঙ্গে সায়নীর যোগাযোগ বোঝাতে তাঁদের এক ফ্রেমে থাকা ছবিগুলিও দেখানো হতে পারে সায়নীকে। কতক্ষণ সায়নীকে জেরা করা হবে শুক্রবার, এখন সেদিকেই তাকিয়ে রাজ্য রাজনীতি।