এরই মধ্যে ‘শান্তিনিকেতনে’ আসেন আইনজীবী সঞ্জয় বসু। সূত্রের খবর, তাঁর সঙ্গে কিছু আলোচনা সেরেই বাড়ি থেকে কালো এসইউওভি চড়ে বেরিয়ে যান অভিষেক -জায়া। সিজিওতে যখন পৌঁছন, ঘড়িতে তখন পাক্কা সাড়ে বারোটা। রুজিরা বন্দ্যোপাধ্যায়ের দেড় ঘণ্টা দেরিতে পৌঁছনো নিয়ে তাই ধোঁয়াশা থেকেই যাচ্ছে। যদিও রাজনৈতিক মহলের কারও কারও অভিমত, ইডি অফিসাররা দেরিতে পৌঁছবেন জেনেই নিজেও দেরিতেই পৌঁছলেন রুজিরা। ঠিক দুপুর একটা পাঁচ থেকে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন দিল্লি থেকে আসা অফিসাররা।
advertisement
আরও পড়ুন: ঘামছে পাহাড়, ফ্যান কিনছেন দার্জিলিং-কালিম্পং-কার্শিয়ংয়ের বাসিন্দারা!
গত ৫ জুন, সোমবার দুবাই যাওয়ার সময় কলকাতা বিমানবন্দরে রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে বাধা দেওয়ার অভিযোগ ওঠে অভিবাসন দফতরের বিরুদ্ধে। রুজিরা অভিবাসন দফতরের কর্তাদের প্রশ্ন করেন কেন তাঁকে আটকানো হল? এরপর দু’পক্ষর মধ্যে চলে কথাবার্তা। শেষে বিমানবন্দর থেকে বেরিয়ে যান তিনি। এরপর কয়েক ঘণ্টা পেরোতেই রুজিরাকে তলব করা হয়। ইডি অফিসার পঙ্কজ কুমারের নেতৃত্বেই জিজ্ঞাসাবাদ করা হবে। সঙ্গে থাকবেন কলকাতার দুই মহিলা অফিসার। এর আগেও রুজিরা বন্দ্যোপাধ্যায়কে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কয়লা পাচার মামলায়, এই তিন অফিসারই জিজ্ঞাসাবাদ করেছিলেন। সেখানেও পঙ্কজ কুমারই সেই জিজ্ঞাসাবাদ পর্বের নেতৃত্বে।
আরও পড়ুন: বেমালুম ভুলে যান? ঘুম ভেঙে মাথাব্যথা করে! ব্রেন টিউমারের উপসর্গ নয় তো? কী করে বুঝবেন
ঠিক কী কী বিষয়ে রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি? সূত্রের খবর, মূলত তিনি কেন বিদেশ ভ্রমণ করছিলেন? কলকাতা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে কেন তিনি রওনা দিচ্ছিলেন? কী উদ্দেশ্য ছিল? ইডিকে না জানিয়ে কেন তিনি রওনা দিয়েছিলেন? কয়লা পাচার মামলা আরও যাবতীয় বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।
অনুপ চক্রবর্তী