IMD Weather Update | Darjeeling: ঘামছে পাহাড়, ফ্যান কিনছেন দার্জিলিং-কালিম্পং-কার্শিয়ংয়ের বাসিন্দারা!

Last Updated:
IMD Weather Update | Darjeeling: অবিশ্বাস্য বলা হলেও সত্যি। পাহাড়ে এমন গরম কবে শেষ পড়েছিল মনে করতে পারছেন না বাসিন্দারা।
1/7
পাহাড়ে গরমের পারদ ক্রমশ চড়ছে। দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং বা মিরিক। সর্বত্রই তাপমাত্রার গ্রাফ ঊর্ধ্বমুখী। (তথ্য- বিশ্বজিৎ সাহা)
পাহাড়ে গরমের পারদ ক্রমশ চড়ছে। দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং বা মিরিক। সর্বত্রই তাপমাত্রার গ্রাফ ঊর্ধ্বমুখী। (তথ্য- বিশ্বজিৎ সাহা)
advertisement
2/7
শৈলশহর দার্জিলিংয়ে উধাও ঠাণ্ডা। সকাল সকাল চড়া রোদ। ২২ ডিগ্রি দিয়ে ইনিংস শুরু। বেলা বাড়লে বাড়বে পারদও! ঝরছে ঘাম। ঘুরছে ফ্যানের পাখা।
শৈলশহর দার্জিলিংয়ে উধাও ঠাণ্ডা। সকাল সকাল চড়া রোদ। ২২ ডিগ্রি দিয়ে ইনিংস শুরু। বেলা বাড়লে বাড়বে পারদও! ঝরছে ঘাম। ঘুরছে ফ্যানের পাখা।
advertisement
3/7
অন্যদিকে, কালিম্পংয়ে আরও কয়েক ডিগ্রি উপরে তাপমাত্রা! সাতসকালে কালিম্পংয়ে তাপমাত্রা ২৫ ডিগ্রি!
অন্যদিকে, কালিম্পংয়ে আরও কয়েক ডিগ্রি উপরে তাপমাত্রা! সাতসকালে কালিম্পংয়ে তাপমাত্রা ২৫ ডিগ্রি!
advertisement
4/7
শেষ কবে হয়েছিল, মনে করতে পারছেন না স্থানীয়রা। অগত্যা ভরসা ছাতা আর ফ্যান। বেলা গড়ালে পারদও চড়বে। বাড়বে অস্বস্তি।
শেষ কবে হয়েছিল, মনে করতে পারছেন না স্থানীয়রা। অগত্যা ভরসা ছাতা আর ফ্যান। বেলা গড়ালে পারদও চড়বে। বাড়বে অস্বস্তি।
advertisement
5/7
দার্জিলিং-কালিম্পং-কার্শিয়ংয়-মিরিকের বাসিন্দারা ফ্যান কিনতে বাধ্য হচ্ছেন। সমতল থেকে ফ্যান কিনে নিয়ে উঠছেন পাহাড়বাসী।
দার্জিলিং-কালিম্পং-কার্শিয়ংয়-মিরিকের বাসিন্দারা ফ্যান কিনতে বাধ্য হচ্ছেন। সমতল থেকে ফ্যান কিনে নিয়ে উঠছেন পাহাড়বাসী।
advertisement
6/7
পাহাড়ে বেড়াতে এসে কার্যত অস্বস্তিতে পর্যটকেরা। গরম যেন নিত্যসঙ্গী! দক্ষিণবঙ্গের তীব্র জ্বালা জুড়োতে পাহাড়ে গিয়ে বিপাকে পড়েছেন তাঁরা।
পাহাড়ে বেড়াতে এসে কার্যত অস্বস্তিতে পর্যটকেরা। গরম যেন নিত্যসঙ্গী! দক্ষিণবঙ্গের তীব্র জ্বালা জুড়োতে পাহাড়ে গিয়ে বিপাকে পড়েছেন তাঁরা।
advertisement
7/7
উত্তরবঙ্গের প্রতিটি জেলায় এ বার প্রচণ্ড গরম বেড়েছে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদহে লু এবং তাপপ্রবাহের পরিস্থিতি। যা অকল্পনীয় বলেই দাবি উত্তরবঙ্গবাসীর। (তথ্য- বিশ্বজিৎ সাহা)
উত্তরবঙ্গের প্রতিটি জেলায় এ বার প্রচণ্ড গরম বেড়েছে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদহে লু এবং তাপপ্রবাহের পরিস্থিতি। যা অকল্পনীয় বলেই দাবি উত্তরবঙ্গবাসীর। (তথ্য- বিশ্বজিৎ সাহা)
advertisement
advertisement
advertisement