দক্ষিণ-পূর্ব রেলে ট্রেন চলাচল ব্যাহত! হাওড়া থেকে ছাড়বে না দক্ষিণ-পূর্বের ট্রেন, হাওড়ায় ঢুকছেও না দক্ষিণ-পূর্বের ট্রেন। ব্যাহত লোকাল ও দূরপাল্লার ট্রেন চলাচল। বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ নিয়ন্ত্রিত করা হয়েছে, যেমন--
হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী মেচেদা থেকে ছাড়বে
খড়গপুর থেকে ছাড়বে পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস
মেচেদা থেকে ছাড়বে টাটা-হাওড়া স্টিল এক্সপ্রেস
টাটানগর থেকে ছাড়বে রাঁচি-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস
advertisement
শালিমার-সিএসটি কুরলা এক্সপ্রেস ভায়া আসানসোল যাবে
মুম্বই-হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেস আসানসোল হয়ে যাবে
CAA বিরোধিতায় বিক্ষোভের জেরে বাতিল হয়েছে একাধিক ট্রেন । একনজরে দেখে নিন তালিকা--
বাতিল হাওড়া-দিঘা এসি এক্সপ্রেস
বাতিল হাওড়া-পুণে দুরন্ত এক্সপ্রেস
বাতিল হাওড়া-তিরুপতি হামসফর এক্সপ্রেস
হাওড়া-লোকমান্য তিলক গীতাঞ্জলি এক্সপ্রেস বাতিল
বাতিল হাওড়া-এরনাকুলম এক্সপ্রেস
বাতিল হাওড়া-দিঘা কাণ্ডারি এক্সপ্রেস
বাতিল হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস
বাতিল হাওড়া-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস
বাতিল হাওড়া-চেন্নাই করমন্ডল এক্সপ্রেস
হাওড়া-দিঘা কাণ্ডারি এক্সপ্রেস বাতিল
বাতিল দিঘা-এনজেপি পাহাড়িয়া এক্সপ্রেস
বাতিল রূপসী বাংলা এক্সপ্রেস
অন্যদিকে, রাজ্যরানি এক্সপ্রেস শালবনি পর্যন্ত আসবে, আরণ্যক এক্সপ্রেস আসবে আদ্রা পর্যন্ত।