TRENDING:

Exclusive: পেলে,মারাদোনার পর কলকাতায় আসতে চলেছেন রোনাল্ডিনহো

Last Updated:

এবার আরও এক চ্যাম্পিয়ন৷ ২০২০ তে কলকাতায় ম্যাজিসিয়ান৷ পেলে, মারাদোনার পর এবার আরও এক বিশ্বজয়ী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
PARADIP GHOSH
advertisement

#কলকাতা: এবার আরও এক চ্যাম্পিয়ন৷ ২০২০ তে কলকাতায় ম্যাজিসিয়ান৷  পেলে, মারাদোনার পর এবার আরও এক বিশ্বজয়ী৷ সব কিছু ঠিকঠাক চললে ২০২০ তে কলকাতায় ফুটবলের আরও এক ম্যাজিশিয়ান রোনাল্ডিনহো৷ গত এক বছর ধরেই রোনাল্ডিনহোর সঙ্গে কথাবার্তা চলছে শহরের ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্তর ৷ ফুটবলের বিস্ময় প্রতিভার সঙ্গে চুক্তি পর্ব সারা৷ চলতি বছরেই কলকাতায় আসার কথা ছিল রোনালদিনহোর৷ কিন্তু ব্রাজিলে কয়েকটি মামলায় দেউলিয়া ঘোষিত হন বার্সিলোনার প্রাক্তন৷ ব্রাজিল আদালতের নির্দেশে পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয় রোনাল্ডিনহোর৷

advertisement

তখনকার মতো বিষয়টিতে ধামাচাপা পড়ে যায়৷ এরপর মামলা শিথিল হলে শর্তসাপেক্ষে রোনালদিনহোকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দেয় ব্রাজিল আদালত৷ আবারো কথাবার্তা শুরু হয় দু'পক্ষের৷ শর্ত মেনে রোনাল্ডিনহো এই সময়ের মধ্যে ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি সফর করেন৷ কলকাতায় আসার বিষয়েও উৎসাহী রোনাল্ডিনহো৷ ফুটসল খেলতে ভারতে এসে কলকাতার বিষয়ে প্রথমবার জানেন ম্যাজিশিয়ান৷ এবার আর তাই রোনাল্ডিনহোকে কলকাতায় আনার সুযোগ হাতছাড়া করতে চাননি ক্রীড়া ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু৷ ২০১৮ এ দু-পক্ষের মধ্যে স্বাক্ষরিত চুক্তি পত্রে উল্লেখ রয়েছে দু'বছরের সময়সীমার মধ্যে যে-কোনো সময় ভারতের দুটি শহরে আসবেন তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

নতুন করে কোনও জটিলতা তৈরি না হলে আগামী বছরেই কলকাতায় পা রাখবেন ফুটবলের ম্যাজিশিয়ান৷ ৩৯ বছর বয়সী রোনাল্ডিনহো ২০০২ এর বিশ্বকাপজয়ী ব্রাজিল দলে ছিলেন ৷ জিতেছেন কোপা আমেরিকা ও কনফেডারেশন কাপ৷ ব্রাজিলের হয়ে ৯৭ ম্যাচে ৩৪ গোল রয়েছে তার৷ বার্সেলোনার হয়ে ১৪৫ ম্যাচে রয়েছে ৭০ গোল৷ তবে এই পরিসংখ্যান দিয়ে রোনালদিনোর মত প্রতিভাকে মাপতে যাওয়াই ভুল৷ ২০১৫ তে পাকাপাকিভাবে পেশাদার ফুটবল থেকে সরে দাঁড়ান ম্যাজিশিয়ান৷ সমালোচকদের মতে, জীবনে শৃঙ্খলা থাকলে ফুটবল কেরিয়র আরো লম্বা হতে পারতো বিশ্ব ফুটবলের বিস্ময়-প্রতিভার৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Exclusive: পেলে,মারাদোনার পর কলকাতায় আসতে চলেছেন রোনাল্ডিনহো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল