গাড়িতে রিসোল টায়ার ব্যবহারের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এখনও অনেকেই সেই চাকাই ব্যবহার করে চলেছে৷ কলকাতার বিভিন্ন জায়গায় রিসোল চাকার কারবার এখনো রমরমিয়ে চলছে। সেটা রাবারের টায়ার।কিন্তু নাইলনের পুরানো টায়ারকে নতুন করে তৈরি করে বিক্রি করার ব্যবসা আরও ভয়ানক হয়ে উঠেছে। পুরানো গাড়ির চাকা, ইঞ্জিনের যন্ত্রাংশ বিক্রির জায়গা হল মল্লিক বাজার। কলকাতার এই বাজারে গাড়ির সব কিছুই পাওয়া যায়।সেখানে গিয়ে দেখা গেল গাড়ির পুরানো চাকাকে নকশা করে কেটে নতুন করে বানানোর কাজ চলছে।
advertisement
আরও পড়ুন – Ind vs Pak: এশিয়া কাপে কবে মেগা ম্যাচ, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
বছর কুড়ির একটি ছেলে,টায়ারের দোকানের সামনে বসে এই কাজ করছে।তাকে জিজ্ঞাসা করা হলে,সে বলে একটি চাকা ওইরকম ভাবে ছুরি দিয়ে নকশা করে কেটে দিলে ৩০ টাকা পায়। সারাদিনে সে ২০-২৫ টি টায়ার কাটে। যে দোকানের সামনে বসে করছিল,সেই দোকানের মালিক বলেন, ‘’যে সমস্ত গাড়ির মালিক গরীব। গাড়ি ঠিকমতো চালাতে পারছে না কিংবা চাকা নষ্ট হয়ে গেছে।সঙ্গে সঙ্গে কেনার টাকা নেই । তারা এই চাকা নিয়ে যায়।’’
ওই বাজারে বেশ গেলেই দেখা যায় কিছু ট্যাক্সির মালিক কিংবা ড্রাইভার তারা এসে খুঁজে খুঁজে এই চাকা কিনে নিয়ে যাচ্ছে। তাদের মুখে একই বক্তব্য। রিসোল চাকা কলকাতা শহরের বাইরে প্রচুর দেখা যায়। পুল কার থেকে আরম্ভ করে ছোটখাটো গাড়ি, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই নাইলনের গুটিকাটা চাকা বা রাবারের রিসোল চাকা ব্যবহার করছে। এর আগে এই কারণে প্রচুর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে এবং এখনও দুর্ঘটনা হচ্ছে। এই বিষয়ে এক ট্রাফিক সার্জেন্টকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, গাড়ি চলন্ত অবস্থায় থাকলে চাকা চট করে বোঝা যায় না। এসব নিয়ে কেস হয়। অনেকটা আটকানো গেছে । তবে পুরোটা এখনও হয়নি৷ এই চাকায় ভয়ঙ্কর বিপদের ঝুঁকি যে রয়েছে,সেটা মানছেন সবাই।