Ind vs Pak: এশিয়া কাপে কবে মেগা ম্যাচ, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

Last Updated:

Ind vs Pak: ইনসাইড স্পোর্টসের সঙ্গে সাক্ষাৎকারে বিসিসিআইয়ের এক আধিকারিক জানিয়েছে শেষ মুহূর্তে কিছু বদল নিয়ে কথা হচ্ছে৷ শুরুতে যে শিডিউল হয়েছে তা সব দলের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে৷

এশিয়া কাপে কবে মেগা ম্যাচ, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
এশিয়া কাপে কবে মেগা ম্যাচ, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নয়াদিল্লি:   এশিয়া কাপ ২০২৩-র ৩১ অগাস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ৷ অর্থাৎ হাতে আর বিশেষ  সময় নেই৷  এই এশিয়া কাপ , একবার- দুবার নয়, তিন বার অবধি এই দুই হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রতিপক্ষ একে অপরের মুখোমুখি হতে পারে৷ এই দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ একই গ্রুপে রয়েছে৷  এখনও অবধি এই টুর্নামেন্টের ফাইনাল ক্রীড়াসূচি তৈরি হয়নি৷ কিন্তু প্রতি দলকে তাদের শিডিউল পাঠিয়ে দেওয়া হয়েছে৷ এই হিসেব অনুযায়ি ৩ সেপ্টেম্বরে ভারত বনাম পাকিস্তান ম্যাচ হওয়ার কথা রয়েছে৷
৩১ অগাস্ট থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট ১৭ সেপ্টেম্বর প্রতিযোগিতা চলছে৷ মোট ৬ টি দেশ এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে৷ গত বছর সংযুক্ত আরব আমিরশাহিতে শ্রীলঙ্কা খেতাব জিতেছিল৷
advertisement
advertisement
ইনসাইড স্পোর্টসের সঙ্গে সাক্ষাৎকারে বিসিসিআইয়ের এক আধিকারিক জানিয়েছে শেষ মুহূর্তে কিছু বদল নিয়ে কথা হচ্ছে৷ শুরুতে যে শিডিউল হয়েছে তা সব দলের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে৷ তিনি জানিয়েছেন মৌসুমী বায়ুর প্রভাবের কারণে কলম্বোতে ম্যাচ আয়োজনে বাধা তৈরি হতে পারে৷
ভারত বনাম পাকিস্তান ম্যাচের জন্য এই ভ্যেনু উপযুক্ত৷ কিন্তু বৃষ্টি বড় বাধা হতে পারে৷ ফলে সূত্র জানাচ্ছে মেগা ম্যাচের ভ্যেনু হতে পারে ডাম্বুলাতে৷ অধিনায়ক রোহিত শর্মার ভারত ২০২১ টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে  ১০ উইকেটে হেরেছিল৷
advertisement
এবার এশিয়া কাপ পাকিস্তান ও শ্রীলঙ্কাতে খেলা হচ্ছে৷ আগে শুধু পাকিস্তানই ছিল ভ্যেনু৷ কিন্তু বিসিসিআই সেই প্রস্তাবে না করে দেয়৷ জানিয়ে দেয় ভারত পাকিস্তানে গিয়ে টুর্নামেন্ট খেলবে না৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Pak: এশিয়া কাপে কবে মেগা ম্যাচ, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement