Ind vs Pak: এশিয়া কাপে কবে মেগা ম্যাচ, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Ind vs Pak: ইনসাইড স্পোর্টসের সঙ্গে সাক্ষাৎকারে বিসিসিআইয়ের এক আধিকারিক জানিয়েছে শেষ মুহূর্তে কিছু বদল নিয়ে কথা হচ্ছে৷ শুরুতে যে শিডিউল হয়েছে তা সব দলের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে৷
নয়াদিল্লি: এশিয়া কাপ ২০২৩-র ৩১ অগাস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ৷ অর্থাৎ হাতে আর বিশেষ সময় নেই৷ এই এশিয়া কাপ , একবার- দুবার নয়, তিন বার অবধি এই দুই হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রতিপক্ষ একে অপরের মুখোমুখি হতে পারে৷ এই দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ একই গ্রুপে রয়েছে৷ এখনও অবধি এই টুর্নামেন্টের ফাইনাল ক্রীড়াসূচি তৈরি হয়নি৷ কিন্তু প্রতি দলকে তাদের শিডিউল পাঠিয়ে দেওয়া হয়েছে৷ এই হিসেব অনুযায়ি ৩ সেপ্টেম্বরে ভারত বনাম পাকিস্তান ম্যাচ হওয়ার কথা রয়েছে৷
৩১ অগাস্ট থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট ১৭ সেপ্টেম্বর প্রতিযোগিতা চলছে৷ মোট ৬ টি দেশ এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে৷ গত বছর সংযুক্ত আরব আমিরশাহিতে শ্রীলঙ্কা খেতাব জিতেছিল৷
advertisement
advertisement
ইনসাইড স্পোর্টসের সঙ্গে সাক্ষাৎকারে বিসিসিআইয়ের এক আধিকারিক জানিয়েছে শেষ মুহূর্তে কিছু বদল নিয়ে কথা হচ্ছে৷ শুরুতে যে শিডিউল হয়েছে তা সব দলের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে৷ তিনি জানিয়েছেন মৌসুমী বায়ুর প্রভাবের কারণে কলম্বোতে ম্যাচ আয়োজনে বাধা তৈরি হতে পারে৷
ভারত বনাম পাকিস্তান ম্যাচের জন্য এই ভ্যেনু উপযুক্ত৷ কিন্তু বৃষ্টি বড় বাধা হতে পারে৷ ফলে সূত্র জানাচ্ছে মেগা ম্যাচের ভ্যেনু হতে পারে ডাম্বুলাতে৷ অধিনায়ক রোহিত শর্মার ভারত ২০২১ টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছিল৷
advertisement
এবার এশিয়া কাপ পাকিস্তান ও শ্রীলঙ্কাতে খেলা হচ্ছে৷ আগে শুধু পাকিস্তানই ছিল ভ্যেনু৷ কিন্তু বিসিসিআই সেই প্রস্তাবে না করে দেয়৷ জানিয়ে দেয় ভারত পাকিস্তানে গিয়ে টুর্নামেন্ট খেলবে না৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 04, 2023 2:33 PM IST