TRENDING:

Water Problem: নদী থেকে জলাশয় যেভাবে ধ্বংস হচ্ছে, তাতে অদূর ভবিষ্যতে পানীয় জল পবেন তো?

Last Updated:

Water Problem: যেভাবে প্রতি মুহূর্তে নদী থেকে জলাধার ধ্বংস করা হচ্ছে, তাতে বাস্তুতন্ত্রের আঘাত পড়ছে। এই আঘাত এতটাই ক্ষীন ।যার ফলে লোভীরা ধনবান হচ্ছেন। যারা চোখে দেখছেন, তারা ভবিষ্যতের বিপদ উপলব্ধি করতে পারছেন না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আগামী কয়েক বছর পর হয়তো বেশ কিছু শব্দ ব্যবহার হবে , কিন্তু তার কোন ব্যবহারিক অস্তিত্ব থাকবে না। যেমন’জলে ডুব দিয়ে স্নান করলাম’ কিম্বা ‘খেলতে খেলতে জলে বল পড়ে গেছিল’। এই ধরণের কথা শুধুই কথার কথা হয়ে থাকবে৷ কারণ  জলের আর কোনও অস্বিত্ব থাকবে না৷  এই রকম মারাত্মর ভবিষ্যতের কথাই  উঠে এল  ‘গঙ্গা মহাসভা ‘ শীর্ষক অনুষ্ঠানে আসা বিশিষ্ট মানুষ জনের মুখে৷
যেভাবে প্রতি মুহূর্তে নদী থেকে জলাধার ধ্বংস করা হচ্ছে, তাতে বাস্তুতন্ত্রের আঘাত পড়ছে - Photo- File
যেভাবে প্রতি মুহূর্তে নদী থেকে জলাধার ধ্বংস করা হচ্ছে, তাতে বাস্তুতন্ত্রের আঘাত পড়ছে - Photo- File
advertisement

তাদের আশঙ্কা যেভাবে গঙ্গা নদী, তার শাখা প্রশাখা নদী ও ছোট বড় জলাশয় ধ্বংস হচ্ছে  তাতে একটা সময় এসে সবাই জলের সংকটে পড়বে। রাজা রামমোহন লাইব্রেরি হলে শনিবার দুপুরে নদী নিয়ে যারা কাজ করছেন, তাঁরা একত্রিত হয়েছিলেন। তাঁদের মধ্যে এক নদী কর্মী কল্লোল রায় জানালেন, ‘’ভারতের পঞ্চাশ শতাংশ মানুষকে নদীর ওপর বিভিন্নভাবে নির্ভর করতে হয়। নদীর প্রবাহকে কোথাও বেঁধে ফেলা হচ্ছে। কোথাও বা ধ্বংস করা হচ্ছে। যার ফলস্বরূপ কলকাতা সংলগ্ন দক্ষিণেশ্বরে গঙ্গা নদী দিয়ে মানুষ হেঁটে বেড়াচ্ছে। যা খুবই আতঙ্কের বিষয়।’’

advertisement

আরও পড়ুন – Viral Reel: ‘ইন্ডিয়া হারা মানে আমাদের কাছে পৈশাচিক আনন্দ’-বিশ্বকাপ যেন বাংলাদেশ জিতেছে! তুমুল উৎসব ভারতের হারে

নাগরিক উন্নয়নের ফলে, একে একে ছোট. বড় জলাশয় থেকে আরম্ভ করে ছোট, বড় নদী ধ্বংস করে ফেলা হচ্ছে।তা নিয়ে আজ বিশেষজ্ঞদের দাবি ছিল,কেউ কি জানে মাটির তলের জলস্তর কত নিচে নেমেছে? যার ফলে, এই বাংলারই বেশ কয়েকটি জেলায় জলের সঙ্গে আর্সেনিক ওঠা শুরু হয়েছে। খুব তাড়াতাড়ি অন্যান্য জেলাতেও আর্সেনিকযুক্ত জল ওঠার সম্ভাবনা রয়েছে। তখন মানুষকে জল খেতে গেলে রাজ্য নয়, ভিন রাজ্য থেকে জল আনাতে হবে। জলের অভাবে বছরে অন্ততপক্ষে দুমাস মানুষকে জল কিনে স্নান করতে হবে।এমনও দিন অদূর ভবিষ্যতে আসতে চলেছে। বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু প্রদেশের বরফ গলা শুরু হয়েছে।

advertisement

তবে সারা ভারত জুড়ে গঙ্গা বাঁচাও আন্দোলন চললেও, এখনও পর্যন্ত কোন সরকারের পক্ষ থেকে তেমন কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।যা জলাশয় কিংবা নদী বাঁচাও-র এর পরিকল্পনা হিসেবে কাজে লাগে। গঙ্গা মহাসভা’র তরফ থেকে দাবি ,যদি সরকারের তরফ থেকে এখনো কোনও ব্যবস্থা না নেওয়া হয়। তাহলে ভবিষ্যতে নদীমাতৃক দেশেও জলের অভাবে ভুগবে মানুষেরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

Shanku Santra

বাংলা খবর/ খবর/কলকাতা/
Water Problem: নদী থেকে জলাশয় যেভাবে ধ্বংস হচ্ছে, তাতে অদূর ভবিষ্যতে পানীয় জল পবেন তো?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল