সংবাদমাধ্যমকে ঋতুপর্ণা জানান, বুদ্ধদেবের অসুস্থতার খবর শোনার পর থেকেই তাঁর মন খারাপ। কলকাতায় এসে প্রাক্তন মুখ্যমন্ত্রীর অসুস্থতার কথা জানতে পারেন অভিনেত্রী। শ্যুটিংয়ের ফাঁকেই সময় বার করে তাই তাঁকে দেখতে যান ঋতুপর্ণা।
চিকিৎসকদের কাছ থেকে ৭৯ বছর বয়সি বুদ্ধদেবের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন ঋতুপর্ণা। অভিনেত্রীকে তাঁরা জানিয়েছেন, আপাতত চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধদেব এবং তিনি আগের থেকে ভাল আছেন। অভিনেত্রীর কথায়, “ওঁর মতো এমন অসাধারণ একজন ব্যক্তিত্ব আমাদের কাছে ভীষণ শ্রদ্ধেয়। উনি আমার বিয়েতেও এসেছিলেন। দীর্ঘ দিন সত্যিই ওঁর সঙ্গে দেখা-সাক্ষাৎ হয়নি। আশা করি উনি খুব শিগগিরিই সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবেন।”
advertisement
আরও পড়ুন: চিকিৎসায় কিছুটা সুস্থ বুদ্ধবাবু! চাইছেন বাড়ি যেতে, রয়েছেন বাইপ্যাপ সাপোর্টে
আরও পড়ুন: তিনদিন পরে ইনভেসিভ ভেন্টিলেশনের বাইরে বুদ্ধদেব ভট্টাচার্য, আপাতত স্থিতিশীল প্রাক্তন মুখ্যমন্ত্রী
হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে অনেকটাই। ওষুধের প্রভাবে যে তন্দ্রাভাব ছিল, সেটাও প্রায় পুরোপুরি কেটে গিয়েছে। ফিজিওথেরাপি শুরু করা হয়েছে। তবে আপাতত বাইপ্যাপ সাপোর্টেই রাখা হচ্ছে তাঁকে। মিনিটে ২ লিটার করে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে তাঁকে।
