TRENDING:

রাজ্যে লাগামছাড়া চালের দাম! বাঙালি খাবে কী! ধরা পড়ে গেল দামবৃদ্ধির বড় কারণ! মুখ খুললেন কৃষিমন্ত্রী

Last Updated:

চালের দাম বৃদ্ধিতে মাথায় হাত সাধারণ মানুষের, রাজ্যে কেন বাড়ছে চালের দাম? ব্যাখ্যা দিলেন কৃষিমন্ত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল বেঙ্গল রাইস কনক্লেভ। আয়োজনে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স। জলবায়ু পরিবর্তনের সঙ্গে ধান চাষ ও রফতানি ও নানান পলিসি নিয়ে আলোচনা করা হল এই অনুষ্ঠানে। যেখানে উপস্থিত ছিলে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়-সহ আরও নানান বিশিষ্টজনেরা।
News18
News18
advertisement

চাষিদের কীভাবে সারা বছর ধরে চাষ করতে হবে? জলবায়ু পরিবর্তনের সঙ্গে কীভাবে চাষাবাদকেও পরিবর্তন করতে হবে সে কথায় জানালেন কটক ICAR এর ধান গবেষক ডক্টর বিশ্বজিৎ মণ্ডল। এই অনুষ্ঠানে নজর কাড়ল একটি বিষয় তা হল, এই ইভেন্টে গবেষকেরা যেমন ছিলেন, ছিলেন একদম নীচুস্তরে থাকা কৃষকেরাও। কারণ রোদ – জল – বৃষ্টি তাঁরাই ফসল ফলান। এখানে তাঁরাই হিরো। এই ইভেন্টে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্যে তুলে ধরেন একাধিক বিষয়।

advertisement

আরও পড়ুন: এখনই থামছে না বৃষ্টি, ভারী বৃষ্টিতে ভাসবে জেলার পর জেলা! আবহাওয়ার বড় খবর

তাঁর বক্তব্যে উঠে এল রাজ্যের ক্ষেত্রে চালের রফতানিতে কেন্দ্রের বঞ্চনার কথা। তিনি জানালেন রাজ্যে এখন পর্যাপ্ত পরিমাণে ধান চাষ হচ্ছে। তাহলে কেন রাজ্যে চালের দাম বাড়ছে? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে মন্ত্রী জানালেন, চাল কৃষকদের থেকে বাজারে আসা পর্যন্ত চারটি ধাপে দালালদের হাত ধরে আসছে যার ফলে এই পুরো সিস্টেমে দালাল চক্র ঢুকে পড়ছে। সমাধানের কথাও বর্তালেন মন্ত্রী। প্রশাসনের পাশাপাশি একটি টাস্ক ফোর্স ঘটন করা হবে জানালেন কৃষিমন্ত্রী। এখন আর আগের মতো কৃষি দফতরেই সব বিষয় নেই। ভাগ হয়েছে নানান বিষয়।

advertisement

আরও পড়ুন: মাত্র এক সপ্তাহ আগেই বিয়ে হল, অষ্টমঙ্গলায় গিয়ে সব শেষ! নতুন জামাই এ কী করল!

খাদ্য দফতরের সঙ্গে কৃষি দফতরের বৈঠক করতে হবে এবং চালের দাম হ্রাসের বিষয়টি দেখতে হবে জানান তিনি। কিন্তু তা কবে হবে? সেই বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেননি তিনি। একই সঙ্গে তিনি জানান, ‘রাজ্যে গোবিন্দ ভোগ, কালো নুনিয়া চালের উৎপাদন বেড়েছে। তবুও কেন্দ্র থেকে কোনও সাহায্য আসছে না। বারবার চিঠি লিখেও পাচ্ছি না। আমরা চাই যুক্তরাষ্ট্রীয় কাঠামো। তাহলে বিদেশি মুদ্রা এনে দিতে পারে। তাহলে রাজ্য ও দেশের লাভ’। এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প নোনা স্বর্ণের উৎপাদন হচ্ছে রাজ্যে তা জানান কৃষিমন্ত্রী। তবে সব জায়গায় নয়। নোনা জল ও মাটিতে নোনা স্বর্ণের উৎপাদন ছিল মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। ধীরে ধীরে তা সফল হচ্ছে বলেই জানান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাংলার বুকে রাজস্থানি মন্দির! কালীপুজোয় বড় চমক নিয়ে হাজির হৈ চৈ সংঘ
আরও দেখুন

সুদীপ্ত সেন

বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজ্যে লাগামছাড়া চালের দাম! বাঙালি খাবে কী! ধরা পড়ে গেল দামবৃদ্ধির বড় কারণ! মুখ খুললেন কৃষিমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল