TRENDING:

RG Kar Rape and Murder Case: ঘরে বাইরে চাপের মুখে ইস্তফা, অধ্যক্ষের পদ থেকে সরে দাঁড়ালেন সন্দীপ ঘোষ

Last Updated:

RG Kar Rape and Murder Case: কারোর চাপে নয়, আমায় দোষী করা হচ্ছে...এই কথা বলে পদত্যাগ করেছেন অধ্যক্ষ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা:  ইস্তফা আর জি করের অধ্যক্ষের ৷ শুক্রবার গভীর রাতে আরজি করে পিজি ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় এবার নিজের পদ থেকে সরে দাঁড়ালেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ৷ সোমবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান কোনও কেউ বাধ্য করেননি, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করছেন৷
আরজি করের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা
আরজি করের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা
advertisement

আসলে শুক্রবার গভীর রাতে আরজি করের চেস্ট ডিপার্টমেন্টে ডিউটিরত পিজি চিকিৎসক যখন সেমিনার রুমে বিশ্রাম নিচ্ছিলেন, ঠিক সেই সময়েই মেয়েটির  ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে৷ এদিকে এই ঘটনার পর অধ্যক্ষ নিজের প্রাথমিক বিবৃতিতে মেয়েটির এক শুতে যাওয়া বিপদের কারণ হিসেবে বলেন৷

আরও পড়ুন – Meet India’s Richest Hockey Player: হকি খেলেও বড়লোক হওয়া যায়! ভারতের মাটিতেই পারফরম্যান্স করে এত্ত সম্পত্তির মালিক, সুন্দরী স্ত্রী

advertisement

একে এই ধরণের দুর্ঘটনা তারপরে অধ্যক্ষের এই ধরণের বিবৃতি৷ তারপরে ঘরে বাইরে এই পরিস্থিতিতে প্রবল চাপ বাড়ে প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষের ওপর৷ তিনি সোমবার পদত্যাগ করার পর জানান, ‘অপমান, লাঞ্ছনা সহ্য করতে পারছি না’- এই কথা বলেন সন্দীপ ঘোষ৷ তিনি আরও বলেন,  ‘আমাকে দোষী করা হচ্ছে ’- এছাড়াও তিনি বলেন, ‘ আমি কোনও দোষীকে আড়াল করিনি৷’

advertisement

এর আগে  যেভাবে পরিস্থিতি গড়াচ্ছিল তাতে সোমবার  আরজিকর কান্ডে ডাক্তারের ধর্ষণ ও মৃত্যুর  জেরে  অধ্যক্ষকে ডক্টর সন্দীপ ঘোষকে সরিয়ে দেওয়া হবে এই ধরণের পরিস্থিতি তৈরি হচ্ছিল৷

ডক্টর সন্দীপ ঘোষকে পার্ক সার্কাস ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদের নিয়োগ করা হতে পারে৷

আর জি করের নতুন প্রিন্সিপাল পদে নিয়ে আসা হতে পারে বর্তমানে স্বাস্থ্য ভবনের ওএসডি, স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রাক্তন উপাচার্য ডক্টর সুহৃতা পালকে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বর্তমানে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর অজয় রায়কে স্বাস্থ্য ভবনের ও এস ডি করা হতে পারে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Kar Rape and Murder Case: ঘরে বাইরে চাপের মুখে ইস্তফা, অধ্যক্ষের পদ থেকে সরে দাঁড়ালেন সন্দীপ ঘোষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল