TRENDING:

CV Anand Bose: আরজি করের নিহত তরুণীর বাবা-মায়ের কথা পৌঁছে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, রাজ্যের পরিস্থিতিরও ব্যাখ্যা রাজ্যপালের

Last Updated:

এদিন রাজ্যপালের তরফে জানানো হয়, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন৷ কেন্দ্রীয় সরকারের তরফে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার ফাস্ট ট্র্যাক মোডে বিচার হবে বলে জানিয়েছেন রাজ্যপাল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ সহ বঙ্গ বিজেপির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের পরেই নয়াদিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার কথা ছিল তাঁর৷
advertisement

এদিন রাজ্যপালের তরফে জানানো হয়, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন৷ কেন্দ্রীয় সরকারের তরফে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার ফাস্ট ট্র্যাক মোডে বিচার হবে বলে জানিয়েছেন রাজ্যপাল৷

আরও পড়ুন: শুরু হচ্ছে টেলিমেডিসিন পরিষেবা, রবিবার বিশেষ হেলথ ক্যাম্প! লালবাজার অভিযান জুনিয়র ডাক্তারদের

রাজ্যপাল জানিয়েছেন, আরজি করের নিহত তরুণীর বাবা-মায়ের কাছ থেকে হৃদয় বিদারক চিঠি পাওয়ার পরেই তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন৷ সেখানে নির্যাতিতা তরুণীর বাবা-মায়ের বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানান৷

advertisement

আরও পড়ুন: ‘বিনীত গোয়েলের পদত্যাগ চাই!’ এবার লালবাজার অভিযান চিকিৎসকদের! হবে ‘পেন ডাউন’ও

এছাড়া, এখানকার পরিস্থিতি এবং সাধারণ মানুষের প্রতিবাদ মিছিল ও জনরোষ প্রসঙ্গেও স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি জানিয়েছেন বলে জানান৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ধর্ষণ বিরোধী কড়া আইনের দাবি জানিয়ে, গত ২২ অগাস্টের পরে শুক্রবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের চিঠি লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ যদিও এদিনও উত্তর আসে কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের তরফে৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
CV Anand Bose: আরজি করের নিহত তরুণীর বাবা-মায়ের কথা পৌঁছে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, রাজ্যের পরিস্থিতিরও ব্যাখ্যা রাজ্যপালের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল