আরজি কর-কাণ্ডের নির্যাতিতা এবং নিহত চিকিৎসকের ছবি এবং নাম-পরিচয় সমাজমাধ্যমে পোস্ট করার ঘটনা নিয়ে এ বার তৎপর হল কেন্দ্রীয় সরকার৷
ইতিমধ্যেই নির্যাতিতার নাম-পরিচয় সামনে আনার বিষয়ে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তলব করেছিল লালবাজার৷ তলব করা হয়েছে নাম-পরিচয় প্রকাশে অভিযুক্ত অন্যান্যদেরও৷
advertisement
কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে জারি করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের তরফে নির্যাতিতার নাম বা ছবি প্রকাশ করা নিয়ে নিষেধাজ্ঞা রয়েছে৷ এই ধরনের সংবেদনশীল তথ্য যাতে কোনও ভাবেই প্রকাশ্যে না আসে, সমাজমাধ্যম পরিচালন সংস্থাগুলিকে তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে৷ এই নির্দেশের অন্যথা হলে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলেও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে৷
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে প্রতিবাদের ডাক! বিশৃঙ্খলা এড়াতে আরও নিরাপত্তা বাড়াচ্ছে সাবধানী নবান্ন
প্রায় এক দশক আগে জারি করা সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেই আরজি করের নির্যাতিতা চিকিৎসক তরুণীর ছবি, পরিচয় ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স-এর মতো সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে৷ যার পরে তৎপর হতে দেখা যায় লালবাজারকেও৷