TRENDING:

Nursing Student: ফের আরজি কর! এবার রক্তাক্ত নার্সিং পড়ুয়া! নিজেকে শেষ করার চেষ্টা বলে দাবি, ভর্তি হাসপাতালে

Last Updated:

RG Kar Hospital case: ফের শিরোনামে আরজি কর হাসপাতাল। এবার আরজি কর হাসপাতালে রক্তাক্ত অবস্থায় উদ্ধার নার্সিং পড়ুয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ফের শিরোনামে আরজি কর হাসপাতাল। এবার আরজি কর হাসপাতালে রক্তাক্ত অবস্থায় উদ্ধার নার্সিং পড়ুয়া।
ফের রক্তাক্ত আরজি কর।
ফের রক্তাক্ত আরজি কর।
advertisement

রবিবার আরজি কর হাসপাতালে এক নার্সিং পড়ুয়াকে আহত অবস্থায় পাওয়া যায়। সেই সময়ে সেই পড়ুয়া রক্তাক্ত অবস্থায় ছিলেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।

আরও পড়ুন: পোস্ত চাষে কোটি কোটি টাকা, কিন্তু ৩ রাজ্য ছাড়া আর কোথাও চাষ করা যায় না পোস্ত! জানেন কোন ৩টি রাজ্য?

কী ভাবে এমন ঘটনা ঘটল? সূত্রের খবর, অন্যান্য রুমমেটদের সঙ্গে অশান্তির জেরে আত্মহত্যার চেষ্টা করেন ওই পড়ুয়া। কথা কাটাকাটি হয় অন্যান্য রুমমেটদের সঙ্গে, তার পরেই বীতশ্রদ্ধ হয়ে হাত কেটে নিজেকে শেষ করার চেষ্টা করেন। ওই পড়ুয়া আরজি করে নার্সিং নিয়ে দ্বিতীয় বর্ষে পাঠরত। গুরুতর আহত অবস্থায় ওই পড়ুয়াকে হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করানো হয়েছে। কী ভাবে ঘটনা ঘটল, গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।

advertisement

আরও পড়ুয়া: পুরীর মন্দিরে তুলকালাম! পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ, পাল্টা পুলিশকে মার বাঙালি পর্যটকের?

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

প্রসঙ্গত, এই আরজি কর হাসপাতালেই ৯ অগাস্ট ধর্ষণ করে খুন করা হয় চিকিৎসক তরুণীকে। সেই নিয়ে উত্তাল হয়েছিল গোটা রাজ্য। দেশ বিদেশের মানুষও প্রতিবাদে শামিল হন। সেই ঘটনার তদন্ত করছে সিবিআই। এবার আবার ঘটনাস্থল আরজি কর।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Nursing Student: ফের আরজি কর! এবার রক্তাক্ত নার্সিং পড়ুয়া! নিজেকে শেষ করার চেষ্টা বলে দাবি, ভর্তি হাসপাতালে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল