TRENDING:

RG Kar Doctor Murder Case: ফাঁস সঞ্জয়ের নয়া কীর্তি! রোগীর পরিবারের মহিলারাও টার্গেট, পেসক্রিপশন থেকে নম্বর নিয়ে...কলকাতার গৃহবধুর ভয়ঙ্কর অভিজ্ঞতা

Last Updated:

RG Kar Doctor Murder Case:মাস তিনেক আগে আরজি করে সন্তানের চিকিত্‍সার জন‍্য গিয়েছিলেন গৃহবধু। সেই সময় সঞ্জয় নিজে আলাপ করেন তার সঙ্গে। ওষুধ কিনে দেওয়ার অছিলায় পেসক্রিপশন থেকে নম্বর নিয়ে নেন সঞ্জয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আরজি কর কাণ্ডে ইতিমধ‍্যেই গ্রেফতার সঞ্জয় রায়। ৫ টি বিয়ে, স্ত্রীর ক‍্যানসারে মৃত‍্যু, সহকর্মীদের উত্যক্ত করা, সঞ্জয়ের বিরুদ্ধে আগেই উঠে এসেছে অনেক চাঞ্চল‍্যকর অভিযোগ। এবার ধৃত সঞ্জয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন উত্তর কলকাতার এক গৃহবধু।
ফাঁস সঞ্জয়ের নয়া কীর্তি! রোগীর পরিবারের মহিলারাও টার্গেট, পেসক্রিপশন থেকে নম্বর নিয়ে...কলকাতার গৃহবধুর ভয়ঙ্কর অভিজ্ঞতা
ফাঁস সঞ্জয়ের নয়া কীর্তি! রোগীর পরিবারের মহিলারাও টার্গেট, পেসক্রিপশন থেকে নম্বর নিয়ে...কলকাতার গৃহবধুর ভয়ঙ্কর অভিজ্ঞতা
advertisement

সূত্রের খবর অনুযায়ী, মাস তিনেক আগে আরজি করে সন্তানের চিকিত্‍সার জন‍্য গিয়েছিলেন গৃহবধু। সেই সময় সঞ্জয় নিজে আলাপ করেন তার সঙ্গে। ওষুধ কিনে দেওয়ার অছিলায় পেসক্রিপশন থেকে নম্বর নিয়ে নেন সঞ্জয়। এরপর থেকেই ওই গৃহবধুকে ফোন করতেন সঞ্জয়। গৃহধুকে বিরক্ত করার অভিযোগ উঠেছে ধৃতের বিরুদ্ধে। এতেই শেষ নয় সঞ্জয়ের কীর্তি।

advertisement

আরও পড়ুন: ‘ফাঁসির দাবি জানাব’, আবার জানিয়ে দিলেন মুখ‍্যমন্ত্রী! তদন্ত নিয়েও বড় ঘোষণা মমতার

অভিযোগ, গৃহবধুকে ফোনে উত্যক্ত করার পাশাপাশি দেখা করার জন্য চাপ দিতেন সঞ্জয়। এমন কি হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে ধৃত সঞ্জয়ের বিরুদ্ধে। সঞ্জয়ের সিডিআর থেকে ওই গৃহবধূর নম্বর পায় কলকাতা পুলিশ। এরপর ওই গৃহবধূকে আজ ডাকা হয়েছে লালবাজারে।

advertisement

আরও পড়ুন: টকটকে লাল নয়, ঘন নীল! বলুন তো কোন প্রাণীর রক্তের রং নীল? এক লিটারের দামই ১০ লাখ!

আরজি করের ঘটনায় তোলপাড় গোটা রাজ‍্যজুড়ে। মহিলা চিকিত্‍সককে ধর্ষণ এবং খুনের ঘটনায় আগামী মঙ্গলবার ‘নাগরিক সমাজের ধিক্কার পদযাত্রা’র ডাক দেওয়া হয়েছে অপর্ণা সেন, সোহিনী সেনগুপ্ত, পল্লব কীর্তনিয়ারা,বিভাস চক্রবর্তী-সহ বেশ কয়েকজন সেলেব থাকবেন বলেই জানা গিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Kar Doctor Murder Case: ফাঁস সঞ্জয়ের নয়া কীর্তি! রোগীর পরিবারের মহিলারাও টার্গেট, পেসক্রিপশন থেকে নম্বর নিয়ে...কলকাতার গৃহবধুর ভয়ঙ্কর অভিজ্ঞতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল