TRENDING:

RG Kar Rape-Murder Update: চিকিৎসক পড়ুয়া নৃশংস খুন-ধর্ষণের নেপথ্যে কে বা কারা? তৎপর লালবাজার, আরজি কর তদন্তে আচমকা বিরাট মোড়

Last Updated:

RG Kar Mysterious Death Updates: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ধর্ষণ এবং খুনের তদন্তে ৪ জনকে তলব। ৩ জুনিয়র ডাক্তার ও একজন হাউস স্টাফকে তলব লালবাজারে। আরজি করে ঘটনার সময় রাতে ডিউটিতে ছিলেন ৪ জন। তাদের বয়ান রেকর্ড করবে লালবাজার। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ চিকিৎসক পড়ুয়া খুন-ধর্ষণের তদন্তে বিরাট মোড়। আরজি কর মেডিক্যাল কলেজ কাণ্ডে ৪ জনকে লালবাজারে তলব। ঘটনার দিন রাতে যারা ডিউটিতে ছিলেন, যাদের সঙ্গে রাতের খাওয়া-দাওয়া করেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ, সেই ৩ জুনিয়র ডাক্তার এবং এক হাউস স্টাফকে ডেকে পাঠিয়েছে লালবাজার। সেদিন রাতে তারা খাওয়া-দাওয়ার পরে তাঁরা কোথায় ছিলেন, কী করেছেন, সেই সব জানতে চাওয়া হবে। চারজনের  বয়ানও রেকর্ড করা হবে।
advertisement

আরজি কর-কাণ্ডে অভিযুক্ত একজন নয়, আরও কেউ কেউ রয়েছেন, এমনই দাবিতে সরব অনেকেই। ভাইরাল আরজি কর মেডিক্যাল কলেজেরই এক পড়ুয়া ও এক পিজিটির একটি ফোনের অডিও রেকর্ড ভাইরাল হয়েছে। এই পরিপ্রেক্ষিতে নির্যাতিতার কাজের সঙ্গী ৪ ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করতে নোটিস পাঠান হয়েছে।

আরও পড়ুনঃ আজ শ্রাবণের শেষ সোমবারে এই ছোট্ট কাজ ভুলবেন না, সৌভাগ্যের ফোয়ারা ছুটবে, টাকার পাহাড়ে বসবেন

advertisement

এ দিকে, আজ আরজি করের সেমিনার হলে পুলিশের বিশেষ টিম পৌঁছে যায়। সেই ঘর থেকে আজও নমুনা সংগ্রহ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট নিয়ে আরজি করে তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে , ধৃত সঞ্জয় রায়ের ডিএনএ ম্যাপিং করা হবে। পাশাপাশি, তাঁর ব্লাড টেস্টের রিপোর্টের সঙ্গে নির্যাতিতার শরীরে পাওয়া ক্ষতের নমুনা মিলিয়ে দেখা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাশ্মীরের উইলো কাঠ নয়! বাংলার এই কাঠেই এখন তৈরি হচ্ছে ক্রিকেট ব্যাট
আরও দেখুন

প্রসঙ্গত, আরজি কর-কাণ্ডের জল এবার গড়াতে চলেছে কলকাতা হাইকোর্টেও। সিবিআই তদন্ত চেয়ে দু-তিনটি মামলা দায়ের হওয়ার সম্ভাবনা। একইসঙ্গে চিকিত্‍সকদের নিরাপত্তা সুনিশ্চিত করারও আবেদন জানানো হবে মামলায়।

বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Kar Rape-Murder Update: চিকিৎসক পড়ুয়া নৃশংস খুন-ধর্ষণের নেপথ্যে কে বা কারা? তৎপর লালবাজার, আরজি কর তদন্তে আচমকা বিরাট মোড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল