আরজি কর-কাণ্ডে অভিযুক্ত একজন নয়, আরও কেউ কেউ রয়েছেন, এমনই দাবিতে সরব অনেকেই। ভাইরাল আরজি কর মেডিক্যাল কলেজেরই এক পড়ুয়া ও এক পিজিটির একটি ফোনের অডিও রেকর্ড ভাইরাল হয়েছে। এই পরিপ্রেক্ষিতে নির্যাতিতার কাজের সঙ্গী ৪ ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করতে নোটিস পাঠান হয়েছে।
আরও পড়ুনঃ আজ শ্রাবণের শেষ সোমবারে এই ছোট্ট কাজ ভুলবেন না, সৌভাগ্যের ফোয়ারা ছুটবে, টাকার পাহাড়ে বসবেন
advertisement
এ দিকে, আজ আরজি করের সেমিনার হলে পুলিশের বিশেষ টিম পৌঁছে যায়। সেই ঘর থেকে আজও নমুনা সংগ্রহ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট নিয়ে আরজি করে তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে , ধৃত সঞ্জয় রায়ের ডিএনএ ম্যাপিং করা হবে। পাশাপাশি, তাঁর ব্লাড টেস্টের রিপোর্টের সঙ্গে নির্যাতিতার শরীরে পাওয়া ক্ষতের নমুনা মিলিয়ে দেখা হবে।
প্রসঙ্গত, আরজি কর-কাণ্ডের জল এবার গড়াতে চলেছে কলকাতা হাইকোর্টেও। সিবিআই তদন্ত চেয়ে দু-তিনটি মামলা দায়ের হওয়ার সম্ভাবনা। একইসঙ্গে চিকিত্সকদের নিরাপত্তা সুনিশ্চিত করারও আবেদন জানানো হবে মামলায়।