হাইকোর্টে মামলা দায়ের করার ক্ষেত্রে মৃত চিকিত্সকের বাবা-মায়ের আবেদন মঞ্জুর করল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। নিহত চিকিত্সকের বাবা-মা জানিয়েছেন, ‘‘সকাল ৯:৩০ টায় আমাদের ফোন করে বলা হয় আমাদের মেয়ে অসুস্থ। ১৫ মিনিট পর ফোন করে বলা হয়, সে আত্মহত্যা করেছে। হাইকোর্টের নজরদারিতে তদন্ত চাইছি যে তদন্ত চলছে তাতে কোনও আস্থা নেই।’’
advertisement
আরও পড়ুন: সোদপুর থেকে ফিরেই বৈঠকে মুখ্যমন্ত্রী! আরজি কর-কাণ্ডের জেরে অবশেষে নজরে সরকারি হাসপাতাল
তদন্ত ঠিক পথে এগোচ্ছে না বলে অভিযোগ তুললেন পরিবারের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ঘটনার শুরু থেকে তথ্যে অসঙ্গতির অভিযোগ এনেছেন তিনি। পরিবারের আইনজীবী এদিন জানান, ‘‘সকাল ১০:৩৫ নাগাদ প্রথম ফোন আসে আপনারা কী ওই পরিবার? আপনাদের মেয়ে অসুস্থ। ১৫ মিনিট পর জানানো হয় আবার, তাদের মেয়ে আত্মহত্যা করেছেন।’’
আরও পড়ুন: হোটেলে থাকছেন? বিছানার নীচে জলের বোতল ফেলতে ভুলবেন না! ৯৯% শতাংশ লোকজনই জানেন না কারণ
পরিবারের আইনজীবী আরও জানান, ‘‘ দ্রুত পরিবার হাসপাতালে গেলে ৩ ঘন্টা বসিয়ে রাখা হয়। মেয়ের দেহ দেখতে দেওয়া হয়নি। এরপর দেখানোর পর বলা হয়, অন্য কারোর সঙ্গে যেন এই নিয়ে কথা না বলে পরিবার।’’