TRENDING:

RG Kar Corruption Case: ৭ দিনের মধ্যে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু, আরজি কর দুর্নীতি মামলায় চার্জগঠন ৫ ফেব্রুয়ারি থেকেই

Last Updated:

আরজি কর দুর্নীতি মামলায় ৫ ফেব্রুয়ারি শুরু হবে চার্জ গঠনের প্রক্রিয়া। সন্দীপ ঘোষ, আশিস পাণ্ডে, বিপ্লব সিংহ, সুমন হাজরা ও আফসার আলির বিরুদ্ধে আরজি কর দুর্নীতি মামলায় চার্জ গঠন করবে আলিপুর বিশেষ সিবিআই আদালত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আরজি কর দুর্নীতি মামলায় ৫ ফেব্রুয়ারি শুরু হবে চার্জগঠনের প্রক্রিয়া। সন্দীপ ঘোষ, আশিস পাণ্ডে, বিপ্লব সিংহ, সুমন হাজরা ও আফসার আলির বিরুদ্ধে আরজি কর দুর্নীতি মামলায় চার্জগঠন করবে আলিপুর বিশেষ সিবিআই আদালত।
CBI to frame charge in RG Kar corruption Case
CBI to frame charge in RG Kar corruption Case
advertisement

চার্জগঠনের প্রক্রিয়ার শুনানি শুরু হবে আগামিকাল, বুধবার থেকে। আজ, মঙ্গলবার অভিযুক্তদের আইনজীবীর তরফে ডিসচার্জ পিটিশন করার জন্য সময় চাওয়া হয়েছিল, যদিও সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত। আবেদন খারিজের পর আজই ডিসচার্জ পিটিশন করেন কয়েকজন অভিযুক্তর আইনজীবীরা। আগামিকাল প্রথমে সেই বিষয়ে শুনানি হবে। দুপুর দেড়টায় ফের শুনানি।

প্রসঙ্গত, আরজি কর মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় চার্জগঠন প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি করতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাঁর আর্জি ছিল, হাই কোর্ট সাত দিনের মধ্যে যে চার্জ গঠনের নির্দেশ দিয়েছিল, তা পুনর্বিবেচনা করা হোক। তাঁর যুক্তি ছিল, আর্থিক দুর্নীতি মামলায় ১০ হাজার পাতার চার্জশিট দিয়েছে সিবিআই। সাত দিনের মধ্যে চার্জ গঠন হলে চার্জশিটের পুরোটা পড়ার সুযোগ থাকবে না। কম সময়ের মধ্যে অভিযুক্তেরা নিজেদের বক্তব্য আদালতের সামনে সঠিক ভাবে পেশ করতে পারবে না। তাই বিচারপ্রক্রিয়ার গতি কমানো হোক।

advertisement

উল্লেখ্য, কলকাতা হাই কোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আরজি কর দুর্নীতি মামলার তদন্তকারী সংস্থা সিবিআই জানিয়েছিল, শীঘ্রই বিচারপ্রক্রিয়া শুরু করা যেতে পারে। তাদের বক্তব্য শুনে বিচারপতি ঘোষ সাত দিনের মধ্যে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দিয়েছিলেন।

বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Kar Corruption Case: ৭ দিনের মধ্যে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু, আরজি কর দুর্নীতি মামলায় চার্জগঠন ৫ ফেব্রুয়ারি থেকেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল