সুবীর দে,পানিহাটি: দিল্লিতে গিয়ে, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার দেওয়া নারীশক্তি অ্যাওয়ার্ড ফিরিয়ে দিলেন আরজি কর নির্যাতিতার বাবা-মা। তিনি জানিয়েছেন, নারী শক্তির অ্যাওয়ার্ড তখনই নেবেন, যখন মেয়ের সঙ্গে হওয়া ভয়ঙ্কর অন্যায়ের সঠিক বিচার হবে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, এই আরজি কর কাণ্ডের ন্যায় তাঁরা পাবেন।
advertisement
বৃহস্পতিবার তারপর সেখান থেকেই সিবিআই সদর দফতরে গিয়েছিলেন তাঁরা। সিবিআইয়ের অধিকর্তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয় তাঁদের। তারা তদন্তের বিষয়ে সঠিক প্রশ্নের জবাব দিতে পারেনি বলে দাবি নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা-মায়ের। তারা একটি প্রশ্নের প্রতিলিপি সিবিআই ডিরেক্টরের হাতে দিয়েছিলেন।
আরও পড়ুন: এসএসসি মামলায় বিরাট মোড় সুপ্রিম কোর্টে! ছাড় নয় কোনও, আবেদন খারিজ করল আদালত! এবার কী হবে?
যেই প্রতিলিপিতে ইংরেজি হরফে লেখা ছিল, ”আপনাদের মেরুদন্ড নেই।” কিন্তু একাধিক কর্মসূচি থাকায় অমিত শাহের সঙ্গে দেখা হয়নি নির্যাতিতার বাবা-মায়ের।
অমিত শাহ বলেছিলেন, সোমবার পর্যন্ত অপেক্ষা করতে। কিন্তু নির্যাতিতার বাবা-মা অপেক্ষা করেননি। কারণ তাদের অনেক কর্মসূচি রয়েছে। তবে তাঁরা জানিয়েছেন, পরবর্তীতে আবারও আশা নিয়ে দেখা করতে যাবেন অমিত শাহের সঙ্গে।