কেন ফাঁসির সাজা হল না সঞ্জয় রাইয়ের? সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত বলে জানান সিবিআইয়ের আইনজীবী। এদিকে সঞ্জয়ের আইনজীবী সেঁজুতি চক্রবর্তী জানান, বিরলের মধ্যে বিরলতম অপরাধ ধরে নিলেও মৃত্যুদণ্ডের বিধানের ক্ষেত্রে পর্যাপ্ত প্রমাণ দেওয়ার কথা বলা হয়েছে আইনে।
আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা? বাংলাদেশে হচ্ছে কী! ভারতকে এত বড় হুঁশিয়ারি?
advertisement
সঞ্জয়ের আইনজীবী এদিন আদালতে সওয়াল করেন, প্রমাণ সংক্রান্ত আবেদন আগেও জানানো হয়েছে। প্রথমেই মৃত্যুদণ্ড নয়, সংশোধনের সুযোগ দিতে হবে। যেক্ষেত্রে সংশোধনের সুযোগ নেই, সেক্ষেত্রে মৃত্যুদণ্ড হতে পারে। সুপ্রিম কোর্টও কোনও কোনও ক্ষেত্রে নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রাখলেও কোনও কোনও ক্ষেত্রে তা খারিজ করেছে বলে জানান বিচারক।
আরও পড়ুন: ‘ফাঁসি দিল না কেন? ফাঁসি দিলে মনটাকে সান্ত্বনা দিতে পারতাম’, আরজি কর-কাণ্ডে বললেন মুখ্যমন্ত্রী
শিয়ালদহ কোর্টের বিচারক অনির্বাণ দাসের নির্দেশ, যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ভোগ করতে হবে সঞ্জয় রাইকে। কেন ফাঁসি দেওয়া হল না? তার কারণও ব্যাখ্যা করেন তিনি। সব শুনে বিচারক জানিয়ে দেন, আরজি কর কাণ্ড বিরলের মধ্যে বিরলতম অপরাধ বলে তিনি মনে করছেন না। আর তাই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারক সঞ্জয়কে উদ্দেশ্য করে বলেন, “আমৃত্যু কারাবাসে থাকতে হবে আপনাকে।” এর পাশাপাশি তদন্তের ফাঁক ও ফাঁসির পক্ষে সওয়ালে জোরদার প্রমাণের অভাবও কি রয়েছে? উঠছে প্রশ্ন।
অর্ণব হাজরা